-
পদ্ম শিবিরের প্রত্যাশা মতোই সোমবার বিজেপির শীর্ষ পদে বসলেন জগৎ প্রকাশ নাড্ডা। এত দিন এই দায়িত্ব পালন করে এসেছেন অমিত শাহ। কিন্তু দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় অমিত শাহের যোগ দেওয়ার পর থেকেই সভাপতি পদে নাড্ডার নামের গুঞ্জন উঠেছিল বিজেপির অন্দরে। অবশেষে অমিত শাহের পর নাড্ডাই হলেন কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সভাপতি। কার্যকরী সভাপতি হিসাবে শাহের সঙ্গে কাজ করেছেন নাড্ডা। তাই তাঁর কাজে শাহের ছাপ থাকবে বলেই মনে করা হচ্ছে।
-
জগৎ প্রকাশ নাড্ডা তাঁর স্কুল জীবন শুরু করেন পাটনার সেন্ট জেভিয়ার্স স্কুলে। এরপর পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি পাস করেন তিনি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
১৯৯৩ সালে হিমাচল প্রদেশের বিধানসভা থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন নাড্ডা।
-
এবিভিপির সদস্য হিসেবে রাজনীতিতে অভিষেক ঘটে নাড্ডার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
১৯৯৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হিমাচল প্রদেশে তিনবারের বিধায়ক ছিলেন জে পি নাড্ডা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত মন্ত্রীও ছিলেন তিনি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
২০০৮-২০১০ সাল পর্যন্ত হিমাচল প্রদেশে স্বাস্থ্য, বন, পরিবেশ ও বিজ্ঞান মন্ত্রক সামলেছেন তিনি।
-
২০১৪ সালে প্রথম মোদী সরকারে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাড্ডা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
২০১৯ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে দলের দায়িত্বে ছিলেন তিনি।
-
অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পরই ২০১৯ সালে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল নাড্ডাকে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
