-
বিজেপি সরকারের স্রোত গতি পাবে নাকি রিরোধীরা? কে বসবে দিল্লীর মসনদে ? ইভিএমে আপাতত কার ভাগ্যে কটা আসন সে দিকে তাকিয়ে গোটা দেশ। হাড্ডা হাড্ডি লড়াই দেখতে সবার চোখ টিভির পর্দায়। বাংলায় বিজেপি না তৃণমূল কার রাজনীতি চলবে? যত সময় যাচ্ছে ঘণীভূত হচ্ছে প্রশ্ন। যার জের পড়েছে কলকাতার রাস্তায়। শহরে স্বাভাবিকের তুলনায় কম যানবাহন চলাচল।
-
ভোট পরবর্তী হিংসা যাতে না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য সবকটি রাজ্যকে সতর্ক করেছে স্বরাষ্ট্রসচিব। মোতায়েন করা হয়েছে পুলিশ।
-
গণনাকেন্দ্রের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যার চারপাশে একশোমিটার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
-
বৃহস্পতিবার ভোটগণনার দিন সকাল থেকে স্বাভাবিকের তুলনায় ফাঁকা হাওড়া স্টেশন।
-
কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
-
ঘরে বসে, কাজের ফাঁকে, ভিড় বাসে দাড়িয়ে, চলতে ফিরতে সকলের নজর তার স্মার্টফোনে। একটাই প্রশ্ন, কে ধরতে চলেছে সরকারের হাল?
-
হেস্টিংস এর সামনে মোতায়েন পুলিশ।
