ভোজপুরি তারকাদের উপর বিজেপির ভরসা, কিন্তু কেন ভোটে লড়তে চান না পবন সিং?

বিজেপি লোকসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে ১৯৫ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় চারজন ভোজপুরি শিল্পীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে পবন সিং পরের দিনই ভোটে লড়তে চান না বলে জানিয়ে দিয়েছেন। (সমস্ত ছবি- পিটিআই/এএনআই)

বিজেপি লোকসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে ১৯৫ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় চারজন ভোজপুরি শিল্পীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে পবন সিং পরের দিনই ভোটে লড়তে চান না বলে জানিয়ে দিয়েছেন। (সমস্ত ছবি- পিটিআই/এএনআই)

author-image
IE Bangla Web Desk
New Update
ভোজপুরি তারকাদের উপর বিজেপির ভরসা, কিন্তু কেন ভোটে লড়তে চান না পবন সিং?

রবিকিশান, মনোজ তিওয়ারি এবং দিনেশ লাল যাদব নিরহুয়াকে আবারও মনোনীত করা হয়েছে। তাই এবার পবন সিংকে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হল।

bjp Lok Sabha polls Pawan Singh