New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/MAMATA-NRC-LEAD.jpg)
একঝাঁক নয়া স্লোগান তৈরি করলেন মমতা। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
‘বাংলায় এনআরসি হবে না, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না’, মহানগরে দ্বিতীয় মহামিছিলে ফের হুঁশিয়ারি মমতার। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিলে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো। মিছিল শেষে সিএএ ও এনআরসি বিরোধিতায় একঝাঁক স্লোগান তৈরি করে তা জনতার মধ্যে ছড়িয়ে দিলেন মমতা। একনজরে জেনে নিন কী কী স্লোগান দিলেন তৃণমূল সুপ্রিমো...এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। * ‘‘আমরা সবাই, নাগরিক...আমরা কারা সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘লড়ছে কারা, সিটিজেন...লড়বে কারা, সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘হিন্দু-মুসলমান, সিটেজন...আমরা সবাই, সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘ভাইরা কারা, নাগরিক...বোনরা কারা, নাগরিক...মা বোনেরা, সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘বিহারেতে, সিটিজেন... দিল্লিতে, সিটিজেন... কেরালায়, সিটিজেন...আসামে, সিটিজেন...উত্তর-পূর্বে সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘রাস্তায় কারা, সিটিজেন...গ্রামগঞ্জে, সিটিজেন...জেলায় জেলায় সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘ছাত্র যুব, সিটিজেন...কিষান ভাইরা, সিটিজেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘নহি চলেগা নহি চলেগা, এনআরসি নহি চলেগা... সিএবি, নহি চলেগা’’। *‘‘সিএবি, ওয়াপস লো...এনআরসি, ওয়াপস লো’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। *‘‘সিএবি বাতিল করো, বাতিল করো, বাতিল করো...এনআরসি বাতিল করো, বাতিল করো’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ।