নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার কলকাতা পেরিয়ে পুরুলিয়ার পথে হাঁটলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
সোমবার মিছিল শুরুর আগে বিজেপিকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, ‘‘এনআরসির নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানাচ্ছি। জোট বাঁধুন, তৈরি হন। সারা দেশে বিজেপিকে একা করে দিন’’। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠান ছিল কার্যত বিরোধী ঐক্যের মঞ্চ। এই প্রেক্ষিতে জনগণের উদ্দেশে মমতার এহেন বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
পুরুলিয়ায় এদিন মিছিল শুরুর আগে মমতা বলেন, ‘‘নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ জারি থাকবে।" এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
মমতার সাফ বক্তব্য, "এই আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন। কাউকে তাড়ানোর অধিকার বিজেপির নেই। দেশের সব জায়গায় এই আন্দোলন হচ্ছে।" এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
এমনকী পড়ুয়াদের এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হওয়াকে সমর্থন করে মমতা বলেন, "পড়ুয়ারাও আন্দোলনে শামিল হয়েছেন। তাই তাঁদের ভয় দেখানো হচ্ছে। দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে।’’ এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার তৃণমূল সুপ্রিমো। ৩ জানুয়ারি শিলিগুড়িতে একই ইস্যুতে পথে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল