New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/Mamata-Rally-Cover-photo.jpg)
মমতার মহামিছিল। ছবি: শশী ঘোষ।
নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে মহামিছিলের তৃতীয় দিনে হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও মিছিল শুরুর আগে শপথ পাঠ করালেন তৃণমূলনেত্রী। শপথের পাশাপাশি এনআরসি-সিএএ বিরোধিতায় একঝাঁক স্লোগান দিলেন মমতা। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। নাগরিকত্ব সংশোধনী আইনের নতুন নামকরণ করলেন মমতা। হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে মমতা বললেন, ‘‘সিএএ-কে কা বলবেন। কা কা বলবেন’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। ‘বিজেপি, ওয়াপস লো, ওয়াপস লো, এনআরসি হবে না’, এনআরসি বিরোধিতায় গান বাঁধল তৃণমূল। গলা মেলালেন ইন্দ্রনীল সেন। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মমতার মিছিলে জন সমাগম। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। ‘আমরা কারা, নাগরিক’, এদিনও মমতার মিছিলে উঠল এই স্লোগান। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। হাওড়া পেরিয়ে কলকাতায় মিছিল। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। জানলা দিয়ে দুই খুদের মমতা-দর্শন। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। আপন ফোনে সঙ্গোপনে মমতাকে ধরার চেষ্টা। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। ‘রিজেক্ট ক্যাব, বয়কট এনআরসি’-প্ল্যাকার্ডে এই লেখা নিয়েই মমতার মিছিলে যোগ দিলেন তৃণমূল কর্মীরা। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে মমতা। এখান থেকেই এনআরসি-নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিলেন একঝাঁক স্লোগান। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ।