-
মঙ্গলবার বোলপুরে মমতার মেগা রোড শো ঘিরে জনপ্লাবন। এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ ছাড়াও প্রথমবার সাংসদ হওয়ার পর বিশ্বভারতীতে আসা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর তাঁর সম্পর্কে ধারণার স্মৃতি রোমন্থন করলেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
স্মৃতি রোমন্থন করে বললেন, “এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েই রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন, ওঁর মতো আইকন হও।” এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
জামবুনির সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, ”বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সাধারণত, বিশ্বভারতীর উপাচার্য হন প্রধানমন্ত্রী। সেসময় উপাচার্য ছিলেন রাজীব গান্ধী। তিনি এখানে এসেছিলেন। সেবার আমি প্রথম যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছি। বিশ্বভারতীর বোর্ড সদস্যও ছিলাম। সেসময় রাজীবজি আমাকে এখানে এনেছিলেন।"
-
মমতা আরও বলেন, "তিনি তখনও বেশ ইয়ং। অল্পবয়সী ছেলেমেয়েরা ওঁকে বেশ পছন্দ করত। যখন আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে খেতে বসেছিলাম। তখন ছাত্র-ছাত্রীরা জিজ্ঞেস করেছিলেন আইকন কার মতো হওয়া উচিত?" এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
মমতা বলেন, "তখন রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন, ওঁর মতো। কারণ, উনি জানতেন আমি বাংলাকে ভালবাসি। যদি সন্দেহ হয় তখনকার কাগজে দেখে নেবেন।” এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
বহু পুরনো দিনের স্মৃতি উস্কে এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, বিজেপি নেতারা যতই বাংলা তথা বাঙালির ঘরে ঘরে পৌঁছনোর চেষ্টা করুন না কেন, বাংলার সংস্কৃতির সঙ্গে মমতা অনেক বেশি একাত্ম সেটা প্রাক্তন প্রধানমন্ত্রীও জানতেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
