মণিপুরে মহিলাদের নগ্ন করা ঘোরানো ও ধর্ষণের ভিডিও দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে

মণিপুরের দুই মহিলাকে উন্মত্ত জনতার যৌন নিপীড়ন এবং নগ্ন করে হাঁটানোর মর্মান্তিক ভিডিওটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।

মণিপুরের দুই মহিলাকে উন্মত্ত জনতার যৌন নিপীড়ন এবং নগ্ন করে হাঁটানোর মর্মান্তিক ভিডিওটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ITLF rally in Churachandpur

আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরামের (আইটিএলএফ) সদস্যরা 4 মে মণিপুরের চুরাচাঁদপুর জেলায়, 20 জুলাই, 2023 তারিখে বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদের চিহ্ন হিসাবে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। (পিটিআই ছবি)

PM Narendra Modi Manipur N Biren Singh