উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ নিলেন জগদীপ ধনকড়।
উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়।মনোনয়নপত্র জমার সময় প্রধানমন্ত্রী মোদী ছাড়া ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডারা।এদিন মনোনয়ন জমার পর জগদীপ ধনকড় বলেছেন, 'আমি কৃষকের ঘরে জন্মেছিলাম। বিভিন্ন কঠিন সময়ের মুখোমুখি হয়েছি। ৬ কিমি হেটে স্কুলে যেতাম। স্কলারশিপ পেয়েই পড়াশুনো করেছি। সেই আজ উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলাম, যা ভারতীয় রাজনীতিতে নজির।''তিনি আরও বলেছেন, "এই সুযোগের জন্য প্রধানমন্ত্রী মোদী সহ অন্যন্য নেতৃত্বকে ধন্যবাদ। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করব। একজন সাধারণকে এই সুযোগ দেওয়া হবে কল্পনাও করতে পারিনি।"গত শনিবার এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর বিরুদ্ধে বিরোধী ১৭ দলের প্রার্থী মার্গারেট আলভা।ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনকড়। আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদের লড়াই।