-
উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়।
-
মনোনয়নপত্র জমার সময় প্রধানমন্ত্রী মোদী ছাড়া ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডারা।
-
এদিন মনোনয়ন জমার পর জগদীপ ধনকড় বলেছেন, ‘আমি কৃষকের ঘরে জন্মেছিলাম। বিভিন্ন কঠিন সময়ের মুখোমুখি হয়েছি। ৬ কিমি হেটে স্কুলে যেতাম। স্কলারশিপ পেয়েই পড়াশুনো করেছি। সেই আজ উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলাম, যা ভারতীয় রাজনীতিতে নজির।”
-
তিনি আরও বলেছেন, “এই সুযোগের জন্য প্রধানমন্ত্রী মোদী সহ অন্যন্য নেতৃত্বকে ধন্যবাদ। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করব। একজন সাধারণকে এই সুযোগ দেওয়া হবে কল্পনাও করতে পারিনি।”
-
গত শনিবার এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর বিরুদ্ধে বিরোধী ১৭ দলের প্রার্থী মার্গারেট আলভা।
-
ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনকড়। আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদের লড়াই।
