New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/IMG-20200721-WA0007.jpg)
মনে করা হচ্ছে, এদিনের বক্তব্যের মাধ্যমেই মমতা বন্দোপাধ্যায় বিজেপি সহ বাকি বিরোধীদের বিঁধে পরের বছরের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দেবেন।
করোনা পরিস্থিতিতে প্রথমবার এমন ভার্চুয়াল জনসভার আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব। টিএমসি শিবিরের দাবি, কয়েক লাখ জনতার কাছে ভিডিও পৌঁছাবে। রাজনীতির কারবারিরা মনে করছে, শহিদ দিবসের জনসভায় নেতা-কর্মীদের আসার আগ্রহ জানার কোনও উপায় না থাকায় স্বভাবতই কিছুটা হলেও সমস্যায় তৃণমূল। এরাজ্য যে বিজেপি তৃণমূলের মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। স্বভাবতই ২০২১ বিধানসভায় জয়ের জন্য কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। এবারের এই শহিদ দিবস অনেকটাই অচেনা। সাধারণত, এই সভার কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি ঘিরে সাজো সাজো রব পরে যেত, ধর্মতলা চত্বরে তিল ধারণের জায়গা থাকত না। অল্প সংখ্যক সমর্থক ও রাজনৈতিক নেতৃত্বমণ্ডলীকে নিয়েই এদিন সিইএসসি বিল্ডিংয়ের সামনে পতাকা উত্তোলন করে শহিদ দিবসের কর্মসূচি শুরু করে তৃণমূল। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক নেতাকেই এদিন দেখা গিয়েছে মুখে মাস্ক নিয়ে সমাবেশে অংশগ্রহণ করতে। ধর্মতলায় অস্থায়ী শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপণ করলেন তৃণমূল নেতৃত্ব। ছিলেন, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন। পুলিশি প্রহরায় এদিন বক্তব্য রাখবেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের মাধ্যমেই ভবিষ্যতে দলীয় কর্মসূচির রূপরেখা স্পষ্ট করবেন তৃণমূল সুপ্রিমো। মনে করা হচ্ছে, এদিনের বক্তব্যের মাধ্যমেই মমতা বন্দোপাধ্যায় বিজেপি সহ বাকি বিরোধীদের বিঁধে পরের বছরের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। এখন মমতা বন্দোপাধ্যায় কী বলেন, সেদিকেই আপাতত নজর আমজনতার। এই প্রথমবার ২১ জুলাইয়ে অন্য ২১-এর খোঁজ। নতুনভাবে। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে প্রথমবার ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।