প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মনোনয়ন জমা দিয়েছেন।এ উপলক্ষে মিছিলেরও আয়োজন করা হয়।উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।এই অনুষ্ঠানে বিজেপি ও এনডিএ-র জোটশরিকের প্রতিনিধি ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন।সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।এর সাথে সেখানে দেখা গেছে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল প্যাটেলকেও।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং অন্যান্য কর্মকর্তাদেরও সেখানে দেখা গেছে।এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালভৈরব মন্দিরে পুজো করেন এবং গঙ্গা পত্রের পুজোও করেন।আবেদন জমা দেওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট লিখেছেন।পোস্টে কী বললেন প্রধানমন্ত্রী মোদী? "বাবা বিশ্বনাথের শহরের দেবতুল্য মানুষদের প্রণাম ও শ্রদ্ধা! আজ আমার অস্তিত্বের প্রতিটি মুহূর্ত কাশীর প্রতিটি কণাকে নমস্কার। আজকের রোড শোতে আমি আপনাদের সকলের কাছ থেকে যে ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি তা অপ্রতিরোধ্য। তাই আমি অভিভূত এবং কিছুটা আবেগপ্রবণ। তোমার ভালোবাসার ছায়ায় কীভাবে ১০ বছর কেটে গেল জানি না। মা গঙ্গা আমাকে ডেকেছিলেন। আজ মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন", বলেন মোদী।এবারের নির্বাচনে ৪০০ পারের স্লোগান দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে এ কথা বহুবার উল্লেখ করেছেন। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেশে জোট সরকার আসবে বলে দাবি করা হচ্ছে।সে কারণে ৪ জুন ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের।আরও দেখুন- মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে উদ্ধব ঠাকরের প্রকাশ্য চ্যালেঞ্জ! তিনি বলেন, আমরা একটি তারিখ ঠিক করেছি...