New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/1-7.jpg)
৪৯-এ পা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৪৯-এ পা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সভাপতির জন্মদিনে তাঁকে সুস্থ জীবনের শুভেচ্ছা দিলেন নরেন্দ্র মোদী। জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেন, 'আপনার শুভেচ্ছায় ধন্যবাদ জানাচ্ছি। রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলের নেতারাও। ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম৷ ২০০৪ সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ হয়েছিলেন তিনি এবং ২০০৯, ২০১৪ -তেও আমেঠি থেকেই জয়ী হয়েছিলেন রাহুল৷ ২০১৯ এর লোকসভা ভোটে কেরালার ওয়ানাড় থেকে জয়ী হন৷