-
কাঠুয়ার শিশু ও উন্নাওয়ের কিশোর ধর্ষণের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে এদিনর মোমবাতি মিছিলে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও।
-
মিছিলে যোগদান করেন আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ এবং অম্বিকা সোনি। (এক্সপ্রেস ফোটো, গজেন্দ্র যাদব)
রাহুল গান্ধী এদিন দাবি করেন, তাঁর দল এ ঘটনা নিয়ে রাজনীতি করছে না। (এক্সপ্রেস ফোটো, গজেন্দ্র যাদব) প্রিয়াঙ্কা গান্ধী একা নন, তাঁর সঙ্গে এদিনের মিছিলে ছিলেন তাঁর স্বামী রবার্ট ওয়ার্ধা এবং মেয়ে মিরায়া। এদিন প্রিয়াঙ্কা বলেন ‘আমরা সংহতি জ্ঞাপন করতেই মিছিলে যোগ দিয়েছি’। (এক্সপ্রেস ফোটো, গজেন্দ্র যাদব) জম্মুর কাঠুয়ার শিশু কন্যার সঙ্গে যা ঘটেছে তাকে 'মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ’ বলে অভিহিত করেন রাহুল গান্ধী। (এক্সপ্রেস ফোটো, গজেন্দ্র যাদব) রাহুল গান্ধী বলেন ‘আমরা চাই বিষয়গুলির নিষ্পত্তি হোক, নারীরা অন্তত নিরাপদ বোধ করুন ‘ (এক্সপ্রেস ফোটো, গজেন্দ্র যাদব)
