-
‘দিদির দূত’ শতাব্দী রায়ের মধ্যহ্নভোজ নিয়ে বিতর্ক তুঙ্গে। শুক্রবার দলীয় কর্মীর বাড়িতে ‘না খেয়ে উঠে যাওয়া’ নিয়ে তাঁকে শুনতে হচ্ছে কটাক্ষ। ‘নাটক’ বলে সরব বিরোধী দলগুলো। সেই ‘বদনাম’ প্রসঙ্গেই শনিবার মুখ খুললেন বীরভূমের তৃণমূল সাংসদ।
-
এদিন দলের নেতা কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে শতাব্দী অফিস পাড়ার জনপ্রিয় ডেকার্স লেনে পৌঁছন। ‘ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার’-এর পোলাও ও লেমন ফিশ খেয়ে সারেন মধ্যাহ্নভোজ।
-
শতাব্দীর রায়ের দাবি, বিতর্কিত মুহূর্তের আগের ঘটনাগুলো কেউ সামনে আনেনি।
-
সাংসদের দাবি, ‘ওই ঘটনার আগে আমি ওই কর্মীর বাড়িতেই খেয়েছি। যখন খেয়েছি তখন সাংবাদিকরা সেখানে ছিলেন না। তাঁরা অন্য জায়গায় খাচ্ছিলেন। আমি যখন হাত ধুয়ে বেড়িয়ে যাচ্ছি তখন সাংবাদিক ও আইপ্যাকের লোকেরা আমায় বলেন, দিদি, ছবিটা হয়নি, একটু বসুন না। পোজ দেওয়ার জন্য বসেছিলাম। সাংবাদিকদের কথা পোজ দিতে গিয়ে আমার বদনাম হল।’
-
শতাব্দীর সংযোজন, ‘১৪ বছর ধরে আমি সাংসদ। কর্মীদের বাড়িতেই খাই। এটা আমার কাছে নতুন কিছু নয়।’
