চতুর্থ দফার ভোটের আগে জোরকদমে প্রচারে সব দলের প্রার্থীরা। এবার বলাগড়ে মমতার বাজি দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। ভোট ময়দানে তৃণমূলের বড় চমক। তাঁকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনেক আশা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে এবার কঠিন লড়াই মনোরঞ্জনের। প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না এই দলিত সাহিত্যিক। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সাংসদ থেকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির আশা-ভরসা তাঁকে ঘিরে। তিনিও প্রচারে কোনও কসুর রাখছেন না। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লড়াকু মনোভাবের প্রশংসা করেন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি তিনি। পথে প্রচারে নাওয়া-খাওয়া ভুলেছেন বিজেপি নেত্রী। জিতলে রাজনৈতিক কেরিয়ার আরও সুদুরপ্রসারী হবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সংযুক্ত মোর্চা সমর্থিত বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য এবার সিঙ্গুরের প্রার্থী। সেই সিঙ্গুর যা রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের পতনের অন্যতম কারণ ছিল। কিন্তু সেই সিঙ্গুরেই ফের শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন তরুণ তুর্কি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
ভাঙড়ে এবার তৃণমূলের নতুন মুখ চিকিৎসক রেজাউল করিম। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই আসনে স্থানীয় নেতা আরাবুল ইসলাম, কাইজার এবং গতবারের বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লাকে টিকিট না দিয়ে এই চিকিৎসককে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। জয়ের ব্যাপারে আশাবাদী রেজাউল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
তাঁকে প্রার্থী ঘোষণা করার পর বিক্ষোভ দেখান আরাবুল ইসলাম। কিন্তু পরে দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে বুঝিয়ে শান্ত করেন। এক রেজাউলের সঙ্গে প্রচারে চষে বেড়াচ্ছেন আরাবুল। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় কাঁটা রেজাউলের। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
ভাঙড়ে এবার ভাইজান আব্বাস সিদ্দিকির ভাই নৌশাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চার প্রার্থী। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে আব্বাসের তুরুপের তাস নৌশাদ। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত এই তরুণ পীরজাদা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
মুসলিম ভোটব্যাঙ্কের অঙ্কে ভাইজানের উপর ভরসা রেখেছে বাম-কংগ্রেস। তাই ভাঙড়ে লড়াই কঠিন তৃণমূলের জন্য। নৌশাদের প্রচারে ভিড়ও হচ্ছে। এবার ২ মে বলবে কার দখলে যাবে ভাঙড়! এক্সপ্রেস ফটো- শশী ঘোষ