-
তোলাবাজির প্রতিবাদে আজ শনিবার লালবাজার অভিযানে নেমেছিল ভারতের ছাত্র ফেডারেশন বা এস এফ আই। ছবি: শশী ঘোষ
-
মিছিল শুরু হয় রিপন স্ট্রিট থেকে, ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে পুলিশ আন্দোলনকারীদের আটকায়। আন্দোলনকারীদের সংখ্য়া ছিল আন্দাজ দেড়শো। ছবি: শশী ঘোষ
-
ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে পুলিশ আন্দোলনকারীদের আটকায়। তারপর এস এফ আইয়ের ছ'জনের এক প্রতিনিধি দল লালবাজারে গিয়ে ডি সি সেন্ট্রালের কাছে স্মারকলিপি জমা দেয়। ছবি: শশী ঘোষ
-
ধর্মতলায় পুলিশের সঙ্গে সামান্য় ধ্বস্তাধ্বস্তি হয় মিছিলকারীদের। ছবি: শশী ঘোষ
-
কলেজ ভর্তি কেলেঙ্কারির জন্য বর্তমান রাজ্য সরকারকে দায়ী করে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন মিছিলকারীরা। ছবি: শশী ঘোষ
-
সরকার বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কিছু প্রতীকী মার্কশিটও পোড়ান মিছিলকারীরা। ছবি: শশী ঘোষ
-
এবছর কলেজ ভরতি কেলেঙ্কারির ঘটনায় বারবার উঠে এসেছে 'রেট চার্টের' কথা। শহরের বহু কলেজে বিষয় ভিত্তিক রেট চার্ট তৈরি করা হয়েছিল বলে খবর। ছবি: শশী ঘোষ
কলেজ ভর্তি কেলেঙ্কারির প্রতিবাদে লালবাজার অভিযান ছাত্র ফেডারেশনের
এবছর শহরের বহু কলেজে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে ব্য়াপক তোলাবাজির অভিযোগ উঠেছে। তোলাবাজি এবং দুর্নীতির প্রতিবাদে শনিবার লালবাজার অভিযান করে এসএফআই।
Web Title: Sfi rally kolkata protest trinamul college admission scam