কল্যাণ থেকে শিবসেনা প্রার্থী শ্রীকান্ত শিন্ডের সম্পদ 'এত' কোটি টাকা বেড়েছে
শ্রীকান্ত শিণ্ডে যিনি কল্যাণ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন, ২০১৯ সালের তুলনায় তাঁর সম্পদ ১৩ কোটি বেড়েছে।তাঁর ও তাঁর স্ত্রীর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা।পাঁচ বছর আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫১৫ টাকা।মোট সম্পদ - ১৪ কোটি ৪৩ লক্ষ ৬০ হাজার ৭৯০ টাকা (২০১৯ সালে ১,৬৭,৫৯,৫১৫ টাকা)নগদ - ৩, ৯৯ লক্ষ টাকা স্ত্রী - ১,৪১ লক্ষ টাকাঅস্থাবর - ৪,৮০ কোটি স্ত্রী - ৩.৩৫ কোটিস্থাবর -২.৩৪ কোটি স্ত্রী - ৩.৯৪ কোটিঋণ - ১.৭৭ কোটি স্ত্রীকে - ৪.৮৫ কোটিগয়না- তাঁর কাছে ১১ লাখ ৩৪ হাজার ৫২৯ টাকার সোনা, ৪ লাখ ৯৭ হাজার ১৩৭ টাকা মূল্যের একটি হীরের আংটি, ১ লাখ ১০ হাজার ৫০০ টাকার দুটি ঘড়ি রয়েছে। স্ত্রীর কাছে রয়েছে ২২ লাখ ৮২ হাজার ৭২৫ টাকা মূল্যের স্বর্ণ, ৭ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের একটি হীরের আংটি, ১ লাখ ৬৩ হাজার ৮৭২ টাকার রুপোর গয়না এবং ৩ লাখ ৪৪ হাজার ১৭ টাকা মূল্যের দুটি ঘড়ি।যানবাহন - নেইকৃষি - শ্রীকান্ত শিন্ডে সাতারা জেলার দারে গ্রামে কৃষি জমির মালিক এবং তাঁর স্ত্রী বৃশালি শিন্ডে সিন্ধুদুর্গ জেলার কুদাল তালুকের হুমারমালা গ্রামে কৃষি জমির মালিক।ফ্ল্যাট - থানের পাচাপাখাড়িতে দেব অশোক, স্ত্রীর নামে কালোয়ায় ইন্দ্রায়ণী কো-অপ। থানের সোসাইটিতে রাহেজা গার্ডেনে Ascona Amalfi-এ একটি ফ্ল্যাট আছে।সমস্ত ছবি ড. শ্রীকান্ত শিন্ডের ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে।