৭২ বছর বয়সে প্রয়াত সীতারাম ইয়েচুরি
প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। সম্প্রতি প্রয়াত হয়েছেন সিপিএমের অন্য়তম সর্বভারতীয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মৃত্যুর পর অসুস্থ অবস্থাতেই শোক প্রকাশ করেছিলেন ইয়েচুরি।
মা ছিলেন সরকারি অফিসার
১৯৫২ সালের ১২ অগাস্ট চেন্নাইয়ের (পূর্বতন মাদ্রাজ) এক তেলুগুভাষী পরিবারে সীতারামের জন্ম হয়েছিল। বাবা সর্বেশ্বরা ইয়েচুরি ছিলেন অন্ধ্রের পরিবহণ সংস্থার ইঞ্জিনিয়ার। মা-ও ছিলেন পদস্থ সরকারি কর্মচারী।
দেশের মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় টপার
হায়দরাবাদের অল সেন্ট হাইস্কুলে গোড়ার দিকে লেখাপড়া করেছেন সীতারাম ইয়েচুরি। ১৯৬৯ সালে তেলেঙ্গানা আন্দোলনে উত্তাল অন্ধ্র থেকে সীতারামকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর মা-বাবা। দিল্লিতে তিনি ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্ট এস্টেট স্কুলে। সেখান থেকে সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গোটা দেশে ফার্স্ট হন।
যে স্বপ্ন অপূর্ণই থেকে গেল
স্নাতকোত্তর করার পরে, সীতারাম ইয়েচুরি জেএনইউ থেকেই অর্থনীতিতে পিএইচডি-র জন্য ভর্তি হন। কিন্তু ১৯৭৫ সালে, তিনি জরুরি অবস্থার সময় গ্রেফতার হন, যার পরে তাঁর পিএইচডি মাঝপথে বন্ধ হয়ে যায় এবং তাঁর নামের সঙ্গে ডক্টর উপাধি যোগ করা যায়নি। তাঁর এই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
সীতারাম ইয়েচুরির স্ত্রী কে?
সীতারাম ইয়েচুরি সুপরিচিত সাংবাদিক সীমা চিশতিকে বিয়ে করেছেন, যিনি The Wire-এর সম্পাদক। এ ছাড়া অনেক বড় মিডিয়া প্রতিষ্ঠানে কাজ করেছেন সীমা। স্কুপহুপকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারে, সীতারাম ইয়েচুরি বলেছিলেন যে তাঁর স্ত্রী তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন।
সীতারামের মেয়ে কে জানেন?
সীমা চিশতির আগে সীতারাম ইয়েচুরি বীণা মজুমদারের মেয়ে ইন্দ্রাণী মজুমদারকে বিয়ে করেছিলেন এবং এই বিয়ে থেকে তাঁর একটি কন্যাও রয়েছে। তাঁর মেয়ে আখিলা ইয়েচুরি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
কীভাবে মৃত্যু হয়েছিল সীতারামের ছেলের?
সীতারাম ইয়েচুরির আশিস ইয়েচুরি নামে এক ছেলেও ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ২২ এপ্রিল ২০২১ সালে ৩৪ বছর বয়সে তিনি মারা যান।