-
৮১ বছরে পা দিয়েছেন কর্নাটকের টুমকুরের বিজেপি সাংসদ জিএস বাসবরাজ।
-
পঞ্জাবের ফরিদকোটের সাংসদ মহম্মদ সাদিক। ৮৩ বছর ছাড়িয়ে গেলেও এখনও দাপটের সঙ্গে রাজনীতি করছেন তিনি।
-
উত্তর প্রদেশের সম্বল কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ সফিকুর রহমান বার্কের বয়স ৯১ ছাড়িয়েছে।
-
প্রবীণ বাঙালি সাংসদদের মধ্যে অন্যতম কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। মালদহ দক্ষিণ কেন্দ্রের ৮১ বছর বয়সী এই সাংসদ সম্পর্কে প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গণিখান চৌধুরীর ভাই।
-
তামিলনাড়ুর শ্রী পেরুমপুদুমের ডিএমকে সাংসদ বালু শ্রী থালিকোট্টাই রাজুথেভরের বয়স এখন ৮০ বছর।
-
৮০ বছরে পা দিয়েছেন তামিলনাড়ুর পেরমবলুরের ডিএমকে সাংসদ টি আর পারিভেন্ধর।
-
পশ্চিমবঙ্গের আরও এক প্রবীণ সাংসদ প্রাক্তন আইপিএস শ্রী চৌধুরী মোহন জাটুয়া। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদের বয়সও ৮৩ ছাড়িয়ে গিয়েছে।
