প্রয়াত প্রাক্তন লোকসভা অধ্যক্ষ রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়
কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্য়ায়। সোমবার সকাল ৮টা ১৫ নাগাদ মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
সিপিআইএম থেকে বিতাড়িত এই বর্ষীয়ান নেতা ডায়ালিসিসেও ভালই সাড়া দিচ্ছিলেন। কিন্তু রবিবার সকালে হার্ট অ্যাটাক হয় তাঁর। সে ধাক্কা সামলাতে পারেননি তিনি। ছবিতে সোমনাথ চট্টোপাধ্য়ায়কে দিল্লিতে সিআইআই সদর দফতরে কথা বলতে দেখা যাচ্ছে।
২০০৪ সালে সোমনাথ চট্টোপাধ্য়ায়কে লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয় এবং পরবর্তীকালে তিনি চতুর্দশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। গণেশ বাসুদেব মাভালঙ্কারের পরে তিনিই দ্বিতীয় প্রোটেম স্পিকার যাঁকে পরবর্তীকালে সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয়। ছবিতে দিল্লিতে এক বৈঠকে শ্রীকান্ত জিন, রামবিলাস পাসওয়ান, এবং জয়পাল রেড্ডির সঙ্গে সোমনাথ চট্টোপাধ্য়ায়।
১৯৭১ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন সোমনাথ। শুধুমাত্র ১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে ‘আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়।
অধ্যক্ষের পদ থেকে ইস্তফা না দেওয়ার জন্য ২০০৮ সালে তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। তারপরেই ইউপিএ জোট থেকে নিজেদের সমর্থন তুলে নেয় সিপিএম পার্টি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম , সাংসদ অরুণ সিংয়ের সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়।
‘আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড’ পাওয়ার পর লোকসভা অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছেন বিজেপি নেতা সিকান্দর বখত এবং অটলবিহারী বাজপেয়ী।
১৯৯১ সালের ১০ ই মার্চ নিউইয়র্কের এক সাংবাদিক সম্মেলনে পি উপেন্দ্র, জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্য়ায়,, এইচ কে সুরজিৎ এবং ভিপি সিং ।