রাজনীতি Photos সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষযাত্রার কিছু মুহূর্ত, আজ সারাদিনে সকাল থেকে সন্ধ্যে, কলকাতা আজ বিদায় জানাল শহরের এক যথার্থ কৃতি সন্তান, সোমনাথ চট্টোপাধ্যায় কে। সঙ্গে ছিলেন আমাদের চিত্রগ্রাহক। Written by IE Bangla Web Desk সকাল থেকে সন্ধ্যে, কলকাতা আজ বিদায় জানাল শহরের এক যথার্থ কৃতি সন্তান, সোমনাথ চট্টোপাধ্যায় কে। সঙ্গে ছিলেন আমাদের চিত্রগ্রাহক। IE Bangla Web Desk 13 Aug 2018 20:12 IST Follow Us New Update পরিচিত আসন আজ শূন্য। ছবি: শশী ঘোষ সকাল ৮.১৫ মিনিটে মৃত্যুর ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে যায় শেষযাত্রার তোড়জোড়। ছবি: শশী ঘোষমৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ঢুকছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ছবি: শশী ঘোষএলেন বর্ষীয়ান বাম নেতা বাসুদেব আচারিয়া। ছবি: শশী ঘোষমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিনের অনুষ্ঠানসূচী জানালেন অপেক্ষমান মিডিয়াকে। ছবি: শশী ঘোষকংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন সোমনাথবাবু ছিলেন তাঁর পিতৃতুল্য। ছবি: শশী ঘোষমরদেহ কলকাতা হাই কোর্টে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে পায়ে হেঁটে কোর্ট প্রাঙ্গণে ঢুকলেন মমতা। ছবি: শশী ঘোষতাঁর প্রথম কর্মস্থল হাই কোর্টে সোমনাথবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড়। ছবি: শশী ঘোষহাই কোর্ট থেকে বিধানসভা প্রাঙ্গণ। সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যাল্যুটে বিদায়। ছবি: পার্থ পালরাজা বসন্ত রায় রোডে তাঁর বসতবাড়ির বাইরে আত্মীয় পরিজনের ভিড়। ছবি: শশী ঘোষশেষ বিদায়ের সময় গায়ে ছিল মোহনবাগান ক্লাবের পতাকা। ছবি: শশী ঘোষবিদায় জানাতে এলেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। ছবি: শশী ঘোষফুলের তোড়ার আড়ালে বসে বহুদিনের সুখ দুঃখের সাথী, স্ত্রী তৃপ্তি। ছবি: শশী ঘোষপরিচিত আসন আজ শূন্য। ছবি: শশী ঘোষ Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন