পুরভোটের আগে জোর চর্চায় শোভন চট্টোপাধ্যায়। বিজেপি প্রতীকে শোভনের হাসি মুখের পোস্টারে ছয়লাপ কলকাতার বিভিন্ন জায়গা। পুরভোটে কলকাতার প্রাক্তন মেয়রকে নিয়ে ‘কলকাতা নাগরিক বৃন্দে’র এহেন পোস্টার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তাহলে কি পুরভোটে কলকাতায় বিজেপির মেয়র মুখ শোভনই? দূরত্ব-মনোমালিন্য সরিয়ে শেষমেশ কি বিজেপিতে সক্রিয়ভাবে ফিরছেন শোভন? পোস্টার দেখে এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় অকপট শোভন-বান্ধবী তথা বিজেপির সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবি: শশী ঘোষ। -
বৈশাখী বললেন, ‘‘শোভনবাবুকে মানুষ যে ভালবাসে, সেটার প্রভাব এটা। ভাল লাগছে এটা দেখে। দল বুঝি না, কিন্তু পোস্টার লাগানোর ক্ষেত্রে তো কোনও না কোনও কর্মী থাকেন, নেতারা তো পোস্টার লাগান না, সুতরাং কর্মীদের কাছে এখনও যে উনি আস্থাভাজন, সেটাই বড় প্রাপ্তি শোভনের’’। পোস্টারের ছবি: শশী ঘোষ।
-
রাস্তায় বেরিয়ে শোভনের পোস্টার দেখতে চান বৈশাখী। তিনি বললেন, ‘‘নিজে এখনও রাস্তায় বেরিয়ে শোভনের পোস্টার দেখিনি। রাস্তায় বেরিয়ে দেখব পোস্টার। মোবাইলে ছবিতে দেখলাম। একসময়ের ওঁর হোয়াটস অ্যাপের ডিপি-র ছবিটা ব্যবহার করা হয়েছে’’।
-
এরপর বৈশাখী বলেন, ‘‘যাঁরাই করে থাকুন না কেন, তাঁরা শোভনকে সক্রিয় রাজনীতিতে দেখতে চান’’। ছবি: শশী ঘোষ।
শোভন প্রসঙ্গে বৈশাখী আরও বললেন, ‘‘কলকাতার মেয়র হিসেবে শোভনবাবুর জনপ্রিয়তা আমি আজও অনুভব করি। লোকে এখনও ওঁকে মেয়র সাহেব বলে ডাকেন। উনি তখন সন্ন্যাসী রাজার মতো বলেন যে আমি আর মেয়র নই, মেয়র হতে চাই না। ওঁর ছবি মানুষের মনে অমলিন হয়ে রয়েছে’’। ছবি: শশী ঘোষ। পুরভোটে কি বিজেপির হয়ে লড়ছেন শোভন? জবাবে বৈশাখী বললেন, ‘‘এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে, কথা হয়। তৃণমূলের লোকজনের সঙ্গেও কথা হয়। তবে কোনও দলীয় রাজনীতি নিয়ে কথা হয় না’’। শোভনবাবু দেখেছেন নিজের পোস্টার? বৈশাখী হেসে বললেন, ‘‘না, এখনও দেখেনি’’। শোভনের পোস্টার নিয়ে স্মৃতির সরণিতে হাঁটলেন বৈশাখী। তিনি বললেন, ‘‘যখন ছোট ছিলাম, দেওয়ালে শোভনের ছবি দেখতাম। পরে বড় হলাম যখন তখনও উনি চর্চায় ছিলেন। আজ এই পোস্টার দেখে বুঝলাম, জননেতাকে কোনও সংকীর্ণ রাজনীতি মারতে পারে না’’। -
এদিকে, শোভনের এহেন পোস্টার নিয়ে কার্যত যেন মুখে কুলুপ বিজেপির। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘জানা নেই, কারা করেছেন এসব। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই’’।
-
পুরভোটে শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখে লড়ার ভাবনা রয়েছে বিজেপির? সায়ন্তনের জবাব, ‘‘এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি’’।
