হটস্পট নন্দীগ্রাম। মমতার সঙ্গে লড়াই শুভেন্দুর। তবে, এই কেন্দ্রের ভাইজান নয়, দুই দলের দুই প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছে দলের যুব সংগঠনের নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে।
পাল্টা তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছেন সিপিএমের মীনাক্ষি। তিনি বলেছেন, 'চুরিতে হেভিওয়েট, দুর্নীতিতে হেভিওয়েট, মানুষকে খুনে হেভিওয়েট। আমরা কম ওয়েট হলেও মানুষের ভারে জিতব। গোটা পশ্চিমবঙ্গের খেটে যাওয়া মানুষের জন্য বিকল্প সরকার গড়ব।'