-
হটস্পট নন্দীগ্রাম। মমতার সঙ্গে লড়াই শুভেন্দুর। তবে, এই কেন্দ্রের ভাইজান নয়, দুই দলের দুই প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধে সিপিএম দাঁড় করিয়েছে দলের যুব সংগঠনের নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে।
-
গত বুধবার হলদিয়ার এসডিও দফতরে গিয়ে মনোনয়ন পেশ করেছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন পেশ করলেন বিজেপির শুভেন্দু অধিকারী।
-
এদিনই মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়।
-
প্রবল প্রতিপক্ষ হলেও মমতার মতোই মনোনয়ন পেশের দিনই নন্দীগ্রামের মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে গেরুয়া শিবিরের নেতা-কর্মী-সমর্থকদের ভিড় ছিল প্রবল।
-
শুভেন্দু বলেন, ‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝান্ডা নতুন, প্রতীক পদ্মফুল। আমি নন্দীগ্রামেরই ভোটার। নন্দীগ্রাম থেকেই গোটা বাংলায় আসন পরিবর্তমের সূচনা হবে।’
-
তৃণমূল ভবনে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ‘হারানো তো দূর অস্ত। শুভেন্দু অধিকারী জামানত রাখতে পারবেন কিনা, ভেবে দেখুক।’
-
পাল্টা তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছেন সিপিএমের মীনাক্ষি। তিনি বলেছেন, ‘চুরিতে হেভিওয়েট, দুর্নীতিতে হেভিওয়েট, মানুষকে খুনে হেভিওয়েট। আমরা কম ওয়েট হলেও মানুষের ভারে জিতব। গোটা পশ্চিমবঙ্গের খেটে যাওয়া মানুষের জন্য বিকল্প সরকার গড়ব।’
