New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/lead-43.jpg)
ছবি: ফেসবুক।
চলে গেলেন তাপস পাল। বাংলা সিনেমার ‘ঘরের ছেলে’র আকস্মিক প্রয়াণে শুধু টালিগঞ্জ নয়, শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহলও। বিতর্কিত মন্তব্য, রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারি...তারপর রাজনীতি থেকে কার্যত সরে দাঁড়ানো, বাংলা সিনেমার একসময়ের সুপারস্টার তাপস পালের রাজনৈতিক কেরিয়ার কেমন ছিল? জেনে নিন একনজরে... (ছবি: ফেসবুক) ২০০১ সালে আলিপুরে তৃণমূলের টিকিটে ভোটে জিতে প্রথম বিধায়ক হন তাপস পাল। ছবি: ফেসবুক। ২০০৬ সালে আলিপুর কেন্দ্রে ফের সাফল্য পেলেন তাপস। সেবার বিপুল ভোটে পরাজিত করেছিলেন বাম প্রার্থী তথা বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক বিল্পব চট্টোপাধ্যায়কে। ২০০৯ সালে কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তাপস পাল। ২০১৪ সাল লোকসভা নির্বাচনে জিতে আবারও সংসদ পাড়ি দেন টলিপাড়ার ‘সাহেব’। ‘ছেলে ঢুকিয়ে দেব’, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিতর্কিত এই মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তাপস পাল। নিজেকে ‘চন্দননগরের মাল’ বলে মন্তব্য করে নিন্দিত হয়েছিলেন তাপস। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তাপস পাল। রোজভ্যালিকাণ্ডে প্রায় ১৩ মাস জেলবন্দি ছিলেন তাপস পাল। সে সময়ই জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তাপস। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ছবি: সোশ্যাল মিডিয়া। বিতর্কিত মন্তব্য ও গ্রেফতারির পর থেকেই কার্যত সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তাপস। সিনেমাতেও আর সেভাবে তাঁকে দেখা যায়নি। ছবি: ফেসবুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস পাল ও প্রসেনজিৎ। ছবি: ফেসবুক। তাপস পালের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।ছবি: ফেসবুক। অধীর চৌধুরী বলেন, ‘‘কুকথা বলায় তাপস পাল লজ্জিত, অনুতাপ বোধ করতেন। দেখে খারাপ লাগত। শেষের দিকে, তাপসদার সঙ্গে যখন কথা বলতাম, তখন ওঁকে হতাশাগ্রস্ত লাগত। তিনি অবহেলার শিকার হয়েছিলেন। উনি বলতেন, কেউ তো আমায় পাত্তা দেয় না আর। আমার আর কোনও দাম নেই’’। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দাদার কীর্তি কখনও ভুলব না। আমার কাছে আরও দুঃখের, কারণ ও আমার বাড়িতে এসে বলেছিল, আবার আমায় রাজনীতিতে ফেরাও’’। দিলীপ ঘোষ বলেন, ‘‘তাঁর রাজনৈতিক কেরিয়ার দেখে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া উচিত যে কারা এখানে রাজনীতি করছেন। বোঝা উচিত সকলের। কারা এখান থেকে রাজনীতি করছেন। কারা ভাল মানুষকে খারাপ করছেন। সেটা বোঝার দরকার আছে’’।ছবি: ফেসবুক। টলিপাড়ার অন্যতম সফল জুটি তাপস-শতাব্দী। দু’জনেই একসঙ্গে সংসদ পাড়ি দেন। ছবি: ফেসবুক।