বিভাজিত টালিগঞ্জ। জোড়াফুল আর পদ্মফুলে ভাগ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কোন ফুলের চাহিদা বেশি। তবে দলাদলির মধ্যে অংশ নেননি, এমন শিল্পীও রয়েছেন। দেখে নেওয়া যাক, পাওয়ার পয়েন্ট সমীকরণ...
রাজনীতির ময়দানে তারকারা বরাবরই ভোটারদের নজর কাড়েন। এই চেনা কৌশলে ভোটে বাজিমাৎ করতে মরিয়া কমবেশি সব দলই। এই স্রোতে শামিল বঙ্গ রাজনীতিও। বাম আমলে রুপোলি পর্দার নায়ক-নায়িকাদের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি তেমনভাবে চোখে না পড়লেও, তৃণমূল ক্ষমতায় আসার পর তা বিশেষভাবে চোখে পড়েছে। তবে হাল আমলে তৃণমূলের তারকা ব্রিগেডকে টেক্কা দিতে টলিউডে ঘাঁটি গেড়েছে রাজ্যে ক্রমশ ক্ষমতা বাড়িয়ে তোলা বিজেপিও। একনজরে দেখে নেওয়া যাক, তারকাদের ভিড়ে কোন দল এগিয়ে...
এই মুহূর্তে রাজনীতিতে অন্যতম চর্চিত মুখ মিমি-নুসরত। উনিশের লোকসভা নির্বাচনে যাদবপুর ও বসিরহাট থেকে জিতে সংসদ পাড়ি দিয়েছেন টলিউডের হালের দুই প্রথম সারির নায়িকা। দুই তৃণমূল সাংসদ বরবারই টক অফ দ্য টাউন। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
মহাভারতের ‘দ্রৌপদী’ হিসেবে নজর কেড়েছিলেন তিনি। বঙ্গ বিজেপির অন্যতম তারকা মুখ রূপা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রাজনীতিতে ক্রমশ পোক্ত হয়ে লকেট চট্টোপাধ্যায়ও বঙ্গ বিজেপির অন্যতম সফল তারকা মুখ। হুগলির বিজেপি সাংসদের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল যদিও তৃণমূলের হাত ধরে। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
একসময়ের টলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে পা রেখেই সফল শতাব্দী রায়। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
‘কহো না প্যায়ার হ্যায়’ কিংবা ‘হাম তুম’-এই গানে রাতারাতি হিট গায়ক বাবুল সুপ্রিয় পদ্ম শিবিরে যোগ দিয়ে এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
টলিউডের একসময়ের সুপারস্টার তিনি। তাঁর জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি, তা দেখিয়েছেন বারাসতবাসী। ওই কেন্দ্রেই দু’বারের বিধায়ক চিরঞ্জিৎ। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
বাংলা মেগা ধারাবাহিকের অন্যতম সফল দুই মুখ রিমঝিম মিত্র ও কাঞ্চনা মৈত্র। বিজেপিতে যোগ দিয়েই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে মরিয়া এই দুই টেলিকন্যা। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
বাংলা ছবির প্রথম সুপারস্টার নায়িকা তিনিই। দু’বারের তৃণমূল বিধায়ক। তবে ইদানিং তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে রীতিমতো ধোঁয়াশায় বঙ্গ রাজনীতি। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। বহু সিনেমা ও সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আজকের ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার তৃণমূলের সদস্য হলেও এখনও তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
তাঁর একটা পরিচয়, তিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা। আরেকটি পরিচিয়, টলিউডের গ্ল্যামারাস মুখ। প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি। তবে উনিশের ভোটে হেরে যাওয়ার পরই রাজনীতিতে উধাও মুনমুন সেন। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ খ্যাত এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় মুখ অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান ঘিরে কম জলঘোলা হয়নি। তবে সক্রিয় রাজনীতিতে তিনি এখনও বেপাত্তা। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
টলিউডের একসময়ের সুপারস্টার তিনি। দু’বারের তৃণমূল সাংসদ। তবে আর্থিক কেলঙ্কারিতে কারাবাসের পর থেকেই রাজনীতি থেকে অন্তরালে তাপস পাল। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
অঞ্জন দত্তের ‘রঞ্জনা’ এখন বিজেপিতে। একাধিক সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ তিনি। যদিও এখনও পার্নোকে তেমনভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। বিজেপিতে যোগ দিয়েছেন বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
টলিউডের হালের দুই নায়ক এখন তৃণমূল নেতা। তবে রাজনীতিতে এখনও সফল হননি সোহম। একবার ভোটে লড়ে হেরে গিয়েছিলেন মাস্টার বিট্টু। অন্যদিকে, সক্রিয় রাজনীতিতে তেমনভাবে এখনও দেখা মেলেনি হিরণের। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
অঞ্জন চৌধুরীর ‘ছোটবউ’ দেবিকা মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেও, তাঁর রাজনৈতিক উপস্থিতি এখনও চোখে পড়ার মতো নয়। অন্যদিকে, ‘হীরক জয়ন্তী’র হীরু তথা জয় বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ে হেরেছেন। তবে বিতর্কিত বা বেফাঁস মন্তব্যের জেরে সমালোচিত হতে হয়েছে জয়কে। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
মমতার হাত ধরে রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন ‘বাবা তারকনাথ’ খ্যাত সন্ধ্যা রায়। ভোটে লড়ে সাংসদও হয়েছিলেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে টিকিট পাননি সন্ধ্যা। অন্যদিকে, অভিনেত্রী হিসেবে তাঁকে এখন আর দেখাই যায় না। বরং বিধায়ক হিসেবেই জনতার দরবারে নয়না। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই তিনি। গায়ক ইন্দ্রনীল সেন এখন মমতার মন্ত্রীও। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর জুরি মেলা ভার। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তবে বিজেপিতে যোগ দিয়েই রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছেন অগ্নিমিত্রা পাল। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের এই অভিনেতারাও, সুমন বন্দ্যোপাধ্যায়, শর্বরী, লামা, অনিন্দ্য। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা জর্জ বেকার ও অর্পিতা বেকার। আপাতত টালিগঞ্জের ছবি এটাই। তবে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ঘটলে এই ছবিতে বদল আসে কিনা, তা বলবে আগামী। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।