একুশের নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি সেই তালিকা দেখে প্রচন্ড অখুশি বিজেপি কর্মীরা। দ্বিতীয় তালিকা ঘোষণার পর মঙ্গলবারও কলকাতার হেস্টিংয়ে দলের নির্বাচনী কার্যালয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
হেস্টিংসের সামনে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। আটক ৬। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
সোমবার দলীয় কার্যালয়ে ঢোকার মুখে কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন মুকুল রায়, অর্জুন সিংহরা। স্বজনপোষণের অভিযোগও তোলেন। পাশাপাশি তৃণমূল ত্যাগীরা কেন দলের টিকিট পেলেন সে প্রশ্ন তুলেও বিক্ষোভ দেখান। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
এদিকে এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
বিজেপি সূত্রের খবর, দলীয় কর্মীদের দাবি খতিয়ে দেখছে দলীয় নেতৃত্ব। তাদের বোঝানোর দায়িত্ব দেওয়া হবে রাজ্যের বিজেপি নেতাদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
বিজেপি তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন জেলা ও সফর দফতরে অসন্তোষের ছবি সামনে আসে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
সোমবারও একই দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জেলার পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
অনেকে অভিযোগ জানিয়েছেন যে, তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট পেয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই টিকিট পেয়েছেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
পাঁচলা ও উদয়নারায়ণপুরের পর এবার রায়দিঘি, ডায়মন্ড হারবার, সিঙ্গুর-সহ একাধিক এলাকার প্রার্থী বদলের দাবি জানান পদ্ম শিবিরের কর্মীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ