রাজনীতি Photos হোলি নয়, দুয়ারের ভোট উৎসব ঘিরেই রঙিন বড়বাজার গণতন্ত্রের উদযাপন উপলক্ষে এখন যুযুধান সব রাজনৈতিক দলের ফ্ল্যাগ-ফেস্টুনের সমাহার কলকাতার সব চেয়ে বৃহৎ পাইকারি বাজারে। IE Bangla Web Desk 19 Mar 2021 15:50 IST Follow Us New Update ছবি : শশী ঘোষ দুয়ারে উৎসব। ব্যস্তার আঁচ কলকাতার বড়বাজার। লাল, সবুজ, গেরুয়া রঙের মেলা বসেছে। তবে হোলির রঙের নয়, গণতন্ত্রের উদযাপন উপলক্ষে এখন যুযুধান সব রাজনৈতিক দলের ফ্ল্যাগ-ফেস্টুনের সমাহার কলকাতার সব চেয়ে বৃহৎ পাইকারি বাজারে। ছবি- শশী ঘোষস্টার ক্যামপেনারদের মধ্যে প্রচারের ভারে এখনও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। হুইচেয়ারে বসেই রাজ্যব্যাপী প্রচারে ব্যস্ত তিনি। উজ্জীবিত কর্মী-সমর্থকরা। বড়বাজারে দেদার বিকোচ্ছে মমতার মুখের আদলে মুখোশ। ছবি- শশী ঘোষপ্রধানমন্ত্রী নামাঙ্কিত মোদীর জ্যাকেট সাড়া ফেলেছিল। এখনও তার চল রয়েছে। তবে, জনপ্রিয়তার শিখরে তৃণমূলের প্রতীক আঁকা শাড়ি। বিক্রেতাদের দাবি, ভোটের দিন যত এগোচ্ছে জোড়া-ফুল চিহ্ন আঁকা শাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। ছবি- শশী ঘোষপ্রচারে বেড়িয়ে ভোটারদের মন জয় করতে হবে তো। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলেরই পছন্দের তালিকায় রয়েছে টুপি, ব্যাজ, চাবির রিং। দলীয় প্রতীক ও প্রার্থীর নাম দেওয়া এইসব সামগ্রীজুড়ে রয়েছে ভোটের বড়বাজারে। ছবি- শশী ঘোষহঠাৎ দেখলে ধাঁধা মনে হবে। ভাববেন যেন এসে পৌঁছেছেন রামধনুর দেশে। যেদিকেই তাকাবেন শুধু লাল-সবুজ-গেরুয়া রঙ। আসলে বড়বাজারের সব দোকানেই এখন তৃণমূল, বিজেপি বা সিপিএমের পতাকা, উত্তরীয় ঝুলছে। ছবি- শশী ঘোষএকুশের ভোটে হিট 'খেলা হবে' স্লোগান। সুরের আঙিনা ছেড়ে 'খেলা হবে' স্লোগান দিয়ে তৈরি হয়েছে মিষ্টি। এবার সেই স্লোগানই দেখা যাচ্ছে প্রচারের গেঞ্জিতে। ছবি- শশী ঘোষআবার মমতার মুখ দেওয়া গেঞ্জি-পতাকা বা বামেদের কাস্তে-হাতুড়ি তাড়া দেওয়া পতাকাও বিকোচ্ছে ভালই। ছবি- শশী ঘোষ tmc bjp CONGRESS CPIM West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন