দুয়ারে উৎসব। ব্যস্তার আঁচ কলকাতার বড়বাজার। লাল, সবুজ, গেরুয়া রঙের মেলা বসেছে। তবে হোলির রঙের নয়, গণতন্ত্রের উদযাপন উপলক্ষে এখন যুযুধান সব রাজনৈতিক দলের ফ্ল্যাগ-ফেস্টুনের সমাহার কলকাতার সব চেয়ে বৃহৎ পাইকারি বাজারে। ছবি- শশী ঘোষ
প্রধানমন্ত্রী নামাঙ্কিত মোদীর জ্যাকেট সাড়া ফেলেছিল। এখনও তার চল রয়েছে। তবে, জনপ্রিয়তার শিখরে তৃণমূলের প্রতীক আঁকা শাড়ি। বিক্রেতাদের দাবি, ভোটের দিন যত এগোচ্ছে জোড়া-ফুল চিহ্ন আঁকা শাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। ছবি- শশী ঘোষ
প্রচারে বেড়িয়ে ভোটারদের মন জয় করতে হবে তো। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলেরই পছন্দের তালিকায় রয়েছে টুপি, ব্যাজ, চাবির রিং। দলীয় প্রতীক ও প্রার্থীর নাম দেওয়া এইসব সামগ্রীজুড়ে রয়েছে ভোটের বড়বাজারে। ছবি- শশী ঘোষ
হঠাৎ দেখলে ধাঁধা মনে হবে। ভাববেন যেন এসে পৌঁছেছেন রামধনুর দেশে। যেদিকেই তাকাবেন শুধু লাল-সবুজ-গেরুয়া রঙ। আসলে বড়বাজারের সব দোকানেই এখন তৃণমূল, বিজেপি বা সিপিএমের পতাকা, উত্তরীয় ঝুলছে। ছবি- শশী ঘোষ
একুশের ভোটে হিট 'খেলা হবে' স্লোগান। সুরের আঙিনা ছেড়ে 'খেলা হবে' স্লোগান দিয়ে তৈরি হয়েছে মিষ্টি। এবার সেই স্লোগানই দেখা যাচ্ছে প্রচারের গেঞ্জিতে। ছবি- শশী ঘোষ
আবার মমতার মুখ দেওয়া গেঞ্জি-পতাকা বা বামেদের কাস্তে-হাতুড়ি তাড়া দেওয়া পতাকাও বিকোচ্ছে ভালই। ছবি- শশী ঘোষ