New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade-feature.jpg)
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade1.jpg)
রবিবারের রাজ্যের লক্ষ্য ছিল এক দিকেই তা হল- ব্রিগেড। দূরদূরান্ত থেকে কর্মী-সমর্থকেরা ভিড় জমিয়েছিল মহানগরের ময়দানে। এতদিন বামেদের ডাকা ব্রিগেডে বামেরাই রাজত্ব করে আসলেও, এদিন বিগ্রেড ছিল ত্রিমুখী। একদিকে, বামফ্রন্ট, অন্যদিকে, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির নবনির্মিত দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade2.jpg)
ব্রিগেডে উত্তেহজনা ছিল চোখে পড়ার মত। গাছে গাছে চড়ে ভাষণও শুনেছেন অনেক কর্মী সমর্থকেরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade3.jpg)
যদিও এদিন বামেদের ব্রিগেড ছিল বুদ্ধহীন। তবে মঞ্চে ছিলেন একাধিক দলের নেতা। আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য বলেন, 'তৃণমূল সরকারের পতন ঘটিয়ে মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।' এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade4.jpg)
এবারের ব্রিগেডে চমক দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি। ব্রিগেডে দাঁড়িয়ে তিনি বলেন, 'বাংলার স্বাধীনতা কেড়েছেন মমতা, আমরা ওকে উৎখাত করবই। তৃণমূল বিজেপির 'বি' টিম। কেন্দ্র থেকে মোদী সরকারকেও উৎখাত করতে হবে। আমাদের দাবি মেনে নিয়েছে বামেরা। তাই যেখানে ওদের প্রার্থী থাকবে সেখানেই জোটকে ভোট দেবেন।' এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade5.jpg)
ব্রিগেডের মাঠ ভরাতে এবার 'টুম্পা সোনা' গানকে হাতিয়ার করেছিল বামেলা । বাম নেতৃত্বের দেওয়াল জুড়ে আহ্বান জানানো হয়েছিল, 'টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব।' এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade6.jpg)
বামপন্থী ও তাদের শরিকদের বিধানসভা ভোটে ভোট দেওয়ার জন্য সরাসরি আহ্বান জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি। এরই মাঝে বেনজির দৃশ্য দেখা গেল ময়দানে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/brigade7.jpg)
তবে রবিবারের বাম-কংগ্রেস ব্রিগেড অনেকটাই উচ্চাঙ্গ। অনেকদিন পর মূলত ভোটের আগে এমন জনসভা পাওয়ার আনন্দ লাল পতারাধারীদের মধ্যেও দেখা যায়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us