New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/mamata-759-news-news.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ।
নাগরিকত্ব সংশোধিত আইন ও এনআরসি-র প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে এদিন মহামিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো। মিছিল শেষে জোড়াসাঁকোয় সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘আমরা এনআরসি মানব না তো মানবই না, ক্যাব মানব না তো মানবই না। আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন, সম্মানের জন্য লড়ব আমরা। আপনাদের কাছে আত্মসমর্পণ করব না’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতা বলেন, ‘‘বিজেপি চায় হিংসা হোক, আর ওরা ফায়দা নেবে। এটাই ওদের উদ্দেশ্য। আমরা ভাগাভাগি করি না’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতার হুঁশিয়ারি, ‘‘যতক্ষণ না ক্যাব-এনআরসি প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতার হুঙ্কার, ‘‘ক্যাব করলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। এনআরসি করলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। তা না হলে করা যাবে না’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মহামিছিল শুরুর আগে শপথ পাঠ করান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘আজকের শপথ, আমরা সবাই নাগরিক। সর্ব ধর্ম সমন্বয় আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না, দেব না। শান্তি রাখতে হবে’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বিজেপি সদর দফতরের সামনে পৌঁছোতেই চরম পরিস্থিতি তৈরি হয়। গেরুয়া কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন নাগরিকত্ব সংশোধিত আইন ও এনআরসি-র বিরোধিতায় তৃণমূল কর্মীরা। তৃণমূলের মিছিল থেকে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতার মহামিছিলে হাজির সংখ্যালঘু মহিলারা। মমতা এদিন বলেন, ‘‘এ লড়াই শুধু সংখ্যালঘুদের নয়। এটা আমাদের সমাজের লড়াই’’। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মমতার মিছিলে হাজার হাজার মানুষের সমাগম। তৃণমূলের পতাকার পাশাপাশি তেরঙা নিয়ে হাজির অনেকেই। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। মহামিছিলে যোগ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ। তৃণমূল কর্মী-সমর্থকরা ছাড়াও বহু মানুষ এদিন মমতার মিছিলে যোগ দিয়েছিলেন বলে খবর। এক্সপ্রেস ফোটো: শশী ঘোষ।