/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-11-29-20.jpg)
কার সঙ্গে শেষ পোস্ট?
/indian-express-bangla/media/media_files/2025/09/01/asqwe-2025-09-01-18-34-18.jpg)
প্রিয়ার অকাল প্রয়াণ
৩১ অগাস্ট রবিবাসরীয় সকালে টেলি দুনিয়ায় দুঃসংবাদ। না ফেরার দেশে সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অবসান। ৩১ অগাস্ট ভোর চারটের সময় সব শেষ! মীরা রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পবিত্র রিস্তা খ্যাত প্রিয়া মারাথে। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/qwdqwdqwdwq-2025-09-01-18-34-18.jpg)
প্রিয়ার শেষ পোস্ট
দীর্ঘ একবছর সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে ছিলেন প্রিয়া মারাথে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে তাঁর সর্বশেষ পোস্ট ২০২৪-এ। স্বামী অভিনেতা শান্তনু মোগের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছিলেন তিনি। এরপর আর কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট নেই প্রিয়ার।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/qwdqwedqw-2025-09-01-18-34-18.jpg)
দিনক্ষণ
২০২৪ সালের ১১ আগস্ট ছিল প্রিয়া মারাথের শেষ পোস্ট। জয়পুরের আমের ফোর্ট ভ্রমণের সময়কার একাধিক ছবি শেয়ার করেছিলেন তিনি। যেখানে বেশ হাসি খুশি দেখাচ্ছিল সেলেব দম্পতিকে। প্রিয়ার শেষ পোস্টেই ভক্তরা শ্রদ্ধাজ্ঞাপন করছেন। আবেগঘন বার্তা দিচ্ছেন অনুরাগীরা। সেই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনাও জানাচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/we-2025-09-01-18-34-18.jpg)
দ্বিতীয় সর্বশেষ পোস্ট
প্রিয়ার দ্বিতীয় সর্বশেষ পোস্টে তাঁকে দেখা যাচ্ছে মহারাষ্ট্রীয় সাজে। নৌভারি শাড়ি, সঙ্গে নাকে নথ। তৃতীয় সর্বশেষ পোস্টটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। একটি মজার রিল যা তাঁর ভক্তরা দারুণ করেছিল। এছাড়াও, অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ২০২২ সালের তিনটি পোস্ট এখনও পিন করা অবস্থাতেই রয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/01/wqeqwe-2025-09-01-18-34-18.jpg)
প্রিয়ার স্বামী শান্তনু কে?
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া ও শান্তনু। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেই সুপরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা সবসময়ই গোপনীয়তা বজায় রাখতেন। তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার শেয়ার করা কিছু লাভিডাভি মুহূর্তের ঝলকই তাঁদের গভীর প্রেমের উদাহরণ।