/indian-express-bangla/media/media_files/2025/10/30/cats-2025-10-30-16-00-43.jpg)
জন্মদিনের শুভেচ্ছা
/indian-express-bangla/media/media_files/2025/10/30/482711147_18268017742283114_5120048336069864969_n-2025-10-30-16-01-32.jpg)
পল্লবীর জন্মদিন
৩০ অক্টোবর অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তারকা পরিবারের সন্তান পল্লবী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, দাদা প্রসেনজিৎ প্রসেনিজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির মেগাস্টার। বৃহস্পতিবার 'লক্ষ্মী' বোন পল্লবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে শুভেচ্ছা জানালেন বড় পর্দার ভবানী পাঠক।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/551268687_18291684730283114_3988081027174129499_n-2025-10-30-16-01-32.jpg)
প্রসেনজিৎ-এর শুভেচ্ছা
লাল হৃদয়ের ইমোজি সহকারে বোন পল্লবী চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাপি বার্থডে শিরোনামে তিনি লিখেছেন, 'তুই চিরদিন আমার সবচেয়ে বড় চালিকাশক্তি (সাপোর্ট) ও গর্ব। তোর জীবনে অফুরন্ত আনন্দে ভরে উঠুক। চিরদিন সুস্থ জীবনযাপন কর। তোর জন্য আমার আন্তরিক ভালবাসা।'
/indian-express-bangla/media/media_files/2025/10/30/554752611_18291684778283114_132795013185733449_n-2025-10-30-16-01-32.jpg)
পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা
প্রসেনজিৎ-এর পোস্টে পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটনাগরিকরা। যদিও মন্তব্য বক্সে দাদাকে ধন্যবাদ জানানোর কোনও পোস্ট এখনও নজরে আসেনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/571085782_18538003906025991_315715929586438909_n-2025-10-30-16-01-32.jpg)
স্নেহের বন্ধন
সোশ্যাল মিডিয়ায় দাদা-বোনের মিষ্টি বন্ডিংয়ের একটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে পল্লবীকে গালে স্নেহের চুম্বন প্রসেনজিৎ-এর। দাদার ভালবাসায় আপ্লুত পল্লবী। ছবির সঙ্গে আবার প্রসেনজিৎ লিখেছেন, 'শুভ জন্মদিন। আশা করি আজকের দিনটা তোর জীবনে সব আনন্দ, হাসি আর যা তোর ভাল লাগে সেই সবকিছুতে পরিপূর্ণ হয়ে উঠুক।'
/indian-express-bangla/media/media_files/2024/11/03/NSnabjOfaldC7vfvqk6h.jpg)
ভাইফোঁটার দিন...
পল্লবীর বাড়িতেই ফোঁটা নিতে যান টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। ভাতৃদ্বিতীয়ার দিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হয়েছিল পল্লবীকে। সেদিন তিনি বলেছিলেন, 'আমি তো কলকাতায় নেই এখন মুম্বইয়ে। দাদা কলকাতায়। ব্যাস, বাকি কিছু আর জানি না। ও তো সুপারস্টার। আমার কাছে সুপারস্টারের খবর জানতে চাইলে হবে? আমি তো সামান্য অভিনেত্রী। আমার দাদার খবর আমি কী করে দেব?'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us