/indian-express-bangla/media/media_files/2025/10/09/cats-2025-10-09-17-11-56.jpg)
অতীতের মজার ঘটনা
/indian-express-bangla/media/media_files/2025/10/09/dewdew-2025-10-09-17-13-50.jpg)
রাঘবের সাফল্য
আরিয়ান খানের পরিচালনায় অভিষেক The Ba**ds of Bollywood*-এ ব্যাপক সাফল্যের পর সকলের নজর কেড়েছেন ইমরান হাশমির সামনে গাওয়া রাঘব জুয়েলের 'কহো না কহো' গানের সেই দৃশ্য। ঝড়ের গতিতে ভাইরাল এই ক্লিপিং রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে রাঘবকে। গত বছর অ্যাকশনধর্মী ছবি Kill-এ রাঘবের অভিনয় দর্শমহলে প্রশংসিত হওয়ার পর এবার শাহরুখ পুত্র আরিয়ানের পরিচালনায় কাজ করে কেরিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন। তবে সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন লাড়াইয়ের কাহিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/awdqwdeqw-2025-10-09-17-14-15.jpg)
সংগ্রামী রাঘব
বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে রাঘবের অভিনয় যাত্রা শুরু হয়নি। প্রথম খ্যাতি অর্জন করেন একটি ভাইরাল নাচের ভিডিওর মাধ্যমে। যা তাঁকে Dance India Dance রিয়্যলিটি শোয়ে পৌঁছনোর সুযোগ করে দেয়। সেই শোয়ের মাধ্যমেই তিনি “King of Slow Motion” নামে নতুন পরিচয় তৈরি করেন। সেই পরিচিতি তৈরির পথটা মোটেই সহজ ছিল না। Yuvaa-এর সঙ্গে এক খোলামেলা আড্ডায় রাঘব জানিয়েছিলেন, মুম্বইয়ে তাঁর শুরুর দিনগুলো কতটা সংগ্রামী ছিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/09/wdqwdeqw-2025-10-09-17-16-48.jpg)
লড়াকু রাঘব
রাঘব বলেন, 'যখন আমি মুম্বইয়ে এসেছিলাম তখন আমার কিছুই ছিল না। কিন্তু আমি সেই সময়টা খুব উপভোগ করতাম। কিছু না থাকার জন্য কখনও দুঃখ পেতাম না বরং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। বরা পাউ খেয়ে দিন কাটাতাম আর সেটা ছিল জীবনের সেরা সময়। তখন আমরা এক ঘরে দশজন থাকতাম। সেখানে আবার ফ্রিজটা খারাপ ছিল তাই আমরা সেটিকে কাপবোর্ড হিসেবে ব্যবহার করতাম। ভিতরে আমাদের অন্তর্বাস রাখতাম। কেউ যদি ভুল করে ফ্রিজ খুলে ফেলত সে ভয় পেয়ে যেত।'
/indian-express-bangla/media/media_files/2025/10/09/adwedwe-2025-10-09-17-16-03.jpg)
মন্নতের সেই মুহূর্ত...
NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে রাঘব শেয়ার করেছিলেন প্রথমবার শাহরুখ খানের মন্নত-এ প্রবেশের অভিজ্ঞতা। রাঘব বলেন, 'প্রথমবার মান্নাতে ঢোকার সময় একটা এয়ারপোর্ট স্ক্যানারের মতো যন্ত্রের ভেতর দিয়ে যেতে হয়েছিল। সবাই বলছিল, এই লোকটা কে? কাজ খুঁজতে এসেছে নাকি?' তিনি হাসতে হাসতে আরও বলেন, 'আমি ভিতরে ঢুকে আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, তোর ঘরটা কোথায়? তখ আরিয়ান শুধু হেসেছিল।'
/indian-express-bangla/media/media_files/2025/10/09/qe32e23-2025-10-09-17-15-25.jpg)
রাঘবের পরবর্তী কাজ
লেটেস্ট খবর অনুযায়ী, রাঘব যোগ দিচ্ছেন সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম King-এ। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাঘব ইঙ্গিত দিয়েছিলেন, শাহরুখ The Ba**ds of Bollywood*-এ তাঁর অভিনয়ে গভীরভাবে মুগ্ধ হওয়ার পরই এই প্রজেক্টটি তাঁর হাতে আসে।