/indian-express-bangla/media/media_files/2025/11/01/weqwe-2025-11-01-15-14-08.jpg)
রাত পোহালেই শাহুখের জন্মদিন
/indian-express-bangla/media/media_files/2025/11/01/qdqqe-2025-11-01-15-14-45.jpg)
শাহরুখের সেরা ৫
শাহরুখ খান, ভক্তদের জন্য এই নামটাই যথেষ্ট। রোম্যান্টিং কিং থেকে অ্যাকশন হিরো হিসেবে শাহরুখের জয়জয়কার। সিনেপ্রেমীদের হৃদয়ে রাজ করেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। শাহরুখ অভিনীত প্রায় সব ছবিই বক্স অফিসে তেহেলকা তৈরি করে। কেরিয়ারের শুরু থেকে বর্তমান চিত্রে খুব বেশি রদবদল হয়নি। জন্মদিনের আগে এক ঝলকে দেখে নেওয়া যাক শাহরুখের সেরা পাঁচ ছবি কোনগুলো।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sdad-2025-11-01-15-14-45.jpg)
শাহরুখের 'দিওয়ানা'
১৯৯২ সাল থেকে ফিল্মি কেরিয়ারের পথচলা শুরু হয়েছিল শাহরুখের। সেই বছর মুক্তি পেয়েছিল শাহরুখ খান-দিব্যা ভারতী অভিনীত 'দিওয়ানা'। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। প্রথম ছবিতেই বাজিমাৎ। সেরা নবাগত নায়কের পুরস্কার পান শাহরুখ। সেরা পাঁচ ছবির মধ্যে নিঃসন্দেহে উঠে আসে ডেবিউ মুভি দিওয়ানা।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/shah-rukh-759-2025-11-01-15-14-45.jpg)
কিং খানের DDLJ
শাহরুখের কেরিয়ারের সেরা পাঁচটি ছবির তালিকায় রয়েছে একগুচ্ছ রোম্যান্টিক সিনেমা। প্রথমেই যে ছবির নাম মনে আসে সেটি হল ১৯৯৫-তে সেই আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ১৯৯৮-তে আরও একবার রোম্যান্টিং কিং হিসেবে কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখের কলেজ রোম্যান্স জেন ওয়াইয়ের মনে দাগ কাটল। দিল তো পাগল হ্যায়, দিল সে, ভীর জারা-র মতো আরও অসংখ্য সিনেমা রয়েছে যেখানে রোম্যান্টিজিমে মাত দিয়েছেন শাহরুখ। রোম্যান্টিক কিং হিসেবে ভক্তদের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন কিং খান।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/shah-rukh-khan-1200-2025-11-01-15-14-45.jpg)
সেরা ৫-এ কভি খুশি কভি গম
শাহরুখের সেরা পাঁচ ছবির তালিকা নির্বাচন করা সত্যিই বড্ড কঠিন। কোনটা ছেড়ে কোনটাকে টপ ফাইভে আনা যায়? তবুও প্রথম তালিকায় কভি খুশি কভি গম। এছাড়াও দেবদাস, স্বদেশ-এর মতো ছবিতে বারবার নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরেছেন। এগুলোও সুরাহিটের তালিকা থেকে কোনওভাবেই বাদ দেওয়া সম্ভব নয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/srk-fans-2025-11-01-15-14-45.jpg)
অন্যতম সেরা ছবি চক দে! ইন্ডিয়া
শাহরুখের ফিল্মি কেরিয়ারের অন্যতম সফল সিনেমা ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত চক দে! ইন্ডিয়া। ২০০৮-এ অনুষ্কা শর্মার সঙ্গে রব নে বনা দি জোড়ি-তে দ্বৈত চরিত্রেও শাহরুখ সুপারহিট। লম্বা বিরতি কাটিয়ে পাঠান, জওয়ানে বক্স অফিসে তুফান তুলেছিলেন শাহরুখ। অ্যাটলি পরিচালিত জওানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us