/indian-express-bangla/media/media_files/2025/11/01/thh-2025-11-01-16-00-26.jpg)
রোম্যান্টিং কিং শাহরুখ
/indian-express-bangla/media/media_files/2025/11/01/kkhh-2025-11-01-16-00-57.jpg)
ইয়ে লড়কি হ্যায় দিওয়ানা...
শাহরুখ-কাজল জুটির আইকনিক মুভি কুছ কুছ হোতা হ্যায়। সিনেমা যেমন হিট তেমনই জনপ্রিয় এই ছবির গান। ইয়ে লড়কি হ্যায় দিওয়ানা-র মতো রোম্যান্টিক গানে আজও শাহরুখ ভক্তদের হৃদয় নেচে ওঠে।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/aewqe-2025-11-01-16-01-21.jpg)
তুঝে দেখা তো ইয়ে...
সরষে ক্ষেতে শাহরুখ-কাজলের সেই মাখমাখ প্রেমের মুহূর্তের গান তুঝে দেখা তো ইয়ে...। এই গানের মাধ্যমে রোম্যান্টিজিমের মাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গের এই গান।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/wqdqweqw-2025-11-01-16-01-49.jpg)
দো দিল মিল হরে হে...
শাহরুখ আর রোম্যান্স যেন একে অপরের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে। কোনওরকম প্রেমের দৃশ্য না থেকেও শুধুমাত্র গানের মাধ্যমে প্রেমের আবহ তৈরি করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত পরদেশ মুভির দো দিল মিল হরে হে।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/eqwewqe-2025-11-01-16-02-27.jpg)
বড়ি মুশকিল হ্যায়
শুধু প্রেমের গানই নয়, প্রেম নিবেদনের ব্যবস্থাও করেছেন শাহরুখ। বড়ি মুশকিল হ্যায় গানটার মধ্যে রয়েছে প্রেমিকার মন গলানোর উপায়।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/qwe3e32e-2025-11-01-16-02-46.jpg)
ম্যায় কই অ্যায়সা গীত গাউ
গানে গানে মন ভোলানের এক দুরন্ত পন্থা ম্যায় কই অ্যায়সা গীত গাউ। ইয়েস বস ছবিতে শাহরুখ-জুহির সেই খাট্টা-মিঠা প্রেমকাহিনির শুরুতে কিং খানের লিপে এই গান অন্যতম রোম্যান্টিক সং বললে ভুল বলা হবে না।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/wdqwwe-2025-11-01-16-03-12.jpg)
তেরে ন্যয়না
এই গানে আরও একবার ফিরেছে শাহরুখ-কাজলের রোম্যান্সের সেই নস্ট্যালজিক মুহূর্ত। মাই নেম ইজ খান ছবির তেরে ন্যয়না গানটি শাহরুখের সেরা রোম্যান্টিক গানের মধ্যে নিঃসন্দেহে অন্যতম।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/srk-kajol-dilwale-fb1-2025-11-01-16-03-42.jpg)
সূরজ হুয়া মধ্যম
সূরজ হুয়া মধ্যমের নস্ট্যালজিয়া আর দুহাত তুলে শাহরুখের সেই আইকনিক পোজ একেবারে মিলেমিশে একাকার। সূরজ হুয়া মধ্যম ছাড়া সেরা সাতের তালিকা যেন অসম্পূর্ণ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us