'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' মানেই হাসির ফোয়ারা। লেটেস্ট এপিসডে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি। সঙ্গে ছিলেন হুমা কুরেশি ও তাঁর ভাই ভাই সাকিব সালিম। এই দুই ভাই-বোন জুটি শোতে নানা মজার গল্প ফাঁস করলেন, যা শুনে কপিল শর্মা, অর্চনা পূরণ সিং, সিধু একেবারে হেসে লুটোপুটি। কী এমন গল্প ফাঁস করলেন তাঁরা?
2/5
শৈশবে মায়ের হাতে মার খাওয়া
শিল্পা শেট্টি শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করেন। তিনি বলেন, মা সুনন্দা শেঠি খুবই কঠোর ছিলেন। ছোটবেলায় শিল্পা ও শামিতা যভুল কোজ করতেন তাহলে কপালে জুটত মার। কখনও চটি তো কখনও ঝাড়ু দিয়ে মারতেন। এই কথা শুনে উপস্থিত সকলে হেসে খুন। পাশাপাশি শিল্পা স্বীকার করেন মায়ের জন্যই তাঁদের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে। শামিতাও বলেন, কোনও ভুল করলে মা বিন্দুমাত্র দ্বিধা না করে বকাবকি করতেন এমনকী শাস্তি পর্যন্ত দিতেন।
3/5
শমিতার জন্য পাত্রের খোঁজে শিল্পা
শিল্পা মজার ছলে জানান, তিনি এখন বোন শামিতার জন্য পাত্র খুঁজছেন। কপিল শর্মা মজা করে জিজ্ঞেস করেন, পরিবারের তরফে শামিতাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে? শমিতাও হেসে বলেন, সেই যুগ এখন শেষ, আর কেউ তাঁকে চাপ দেয় না। তিনি আরও বলেন, আজকাল সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। সেই জন্য তিনি এখনও সিঙ্গেল।
Advertisment
4/5
ডেটিং অ্যাপের পরামর্শ
শর্মাজির শোয়ে শামিতাকে ডেটিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন শিল্পা। যদিও সেটা নিছক মজা। সঙ্গে সঙ্গে কপিল বলেন, হুমা কুরেশিরই তো একটি ডেটিং অ্যাপ আছে সেখান থেকেই শমিতা সাহায্য নিতে পারেন। শিল্পা-কপিলের আলোচনায় হাসির রোল ওঠে সেটে।
5/5
শমিতা শেট্টির প্রেমকাহিনি
শমিতা শেঠির সঙ্গে অতীতে বহু তারকার নাম যুক্ত হয়েছে। অফতাব শিবদাসানি, উদয় চোপড়া, যুবরাজ সিং এবং হারমান বাওয়েজার মতো সেলেবদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। পরে তিনি অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ২০২২ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে।