/indian-express-bangla/media/media_files/2025/10/03/cats-2025-10-03-16-46-47.jpg)
বাগদানের পর....
/indian-express-bangla/media/media_files/2025/10/03/kjhkjh-2025-10-03-16-49-14.jpg)
নতুন অধ্যায়ের সূচনা
Roadies X4 এবং Splitsvilla 11 খ্যাত গৌরব আলুঘের জীবনে নতুন অধ্যায়ের শুভ সূচনা। বাগদান সারলেন দীর্ঘদিনের প্রেমিকা সোনালি মলহোত্রার সঙ্গে। দু 'জনেই ইনস্টাগ্রামে জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সাগরপাড়ে সোনালিকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন গৌরব। আংটি বদলের সময় প্রেমিকযুগলের প্রেম একেবারে জমে ক্ষীর।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/sdfsdf-2025-10-03-16-49-14.jpg)
শ্বেতশুভ্র সোনালি-গৌরব
গৌরবের পরনে সাদা লিনেনের ডোরা কাটা শার্ট এবং সাদা প্যান্ট। আর ধবধবে সাদা গাউনে আরও গর্জিয়াস সোনালি। আংটি বদলের পর ভিন্ন আঙ্গিকে পোজ দিয়েছেন যুগলে। কখনও গৌরবের কোলে সোনালি তো কখনও আবার পরস্পরকে আদুরে চুম্বন। বাগদানের পর দুজনেই তাঁদের আংটি প্রদর্শন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dvsdf-2025-10-03-16-49-14.jpg)
সোনালি লিখলেন...
সোনালি মালহোত্রা ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'মন ভরে গিয়েছে আর হাত ভারী হয়ে গেছে। মণ্ডপে দেখা হবে, হবু বর।' গৌরব হাঁটু মুড়ে সোনালির হাতে আংটি পরাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে ফুলের তৈরি একটি আস্ত হৃদয়। প্রিয়তমার জন্য বাগদানের মুহূর্তকে এভাবেই রোম্যান্টিক করে তুলেছিলেন গৌরব।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/sdfsdfsd-2025-10-03-16-49-14.jpg)
শুভেচ্ছার বন্যা
বাগদানের ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভাসছেন গৌরব-সোনালি। দিব্যা আগরওয়াল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। গৌতম হেগড়ে লিখেছেন, ওহ মাই গড ওহ মাই গড ওহ মাই গড অনেক অভিনন্দন। এত এত এত খুশি। মনে হচ্ছে দশেরা এর চেয়ে বেশি আনন্দের হতে পারত না। তোমাদের আশীর্বাদ করছি। একসঙ্গে থাকার জন্য ভালবাসা।' যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়ে রিশতা ক্যয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেত্রী অক্ষয়া নায়েক।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/fgfdfgd-2025-10-03-16-49-14.jpg)
কীসের অপেক্ষায় ভক্তরা?
ভক্তরা অপেক্ষা করছেন কবে তাঁরা বিয়ের দিন ঘোষণা করবেন। গৌরব আলুঘ শুধুমাত্র একজন অভিনেতা, লেখক এবং প্রযোজক। আর সোনালি মালহোত্রা একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার।