সচিন তেন্ডুলকর— ২০১১ সালের বিশ্বকাপ তাঁকেই উৎসর্গ করেছিল ভারতীয় টিম। এবং ২০১৩ সালে ‘মাস্টার ব্লাস্টার’ অবসর নেন ক্রিকেট থেকে। এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি। ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। -
গৌতম গম্ভীর— ২০১১ সালের বিশ্বকাপে তিনি ছিলেন সব থেকে ধারাবাহিক ক্রিকেটার। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে পুরোদস্তুর রাজনীতিতে জড়িয়ে পড়েছেন তিনি।
-
হরভজন সিংহ— ২০১১ সালের বিশ্বকাপে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-টেকার। বর্তমানে আন্তর্জাতিক বা ফার্স্ট-ক্লাস ক্রিকেট না খেললেও, আইপিএল-এ তিনি খুবই সক্রিয়।
-
মহেন্দ্র সিংহ ধোনি— ২০১১ সালে তিনি ছিলেন ক্যাপ্টেন, উইকেট কিপার-ব্যাটসম্যান। ২০১৭ সালে তিনি ওয়ানডে-র ক্যাপ্টেনের পদ থেকে অবসর নেন ঠিকই, কিন্তু খেলা থেকে নয়। ২০১৮ সালের আইপিএল-এ ‘চেন্নাই সুপার কিংস’ তৃতীয় বার কাপ জেতে ধোনির নেতৃত্বে। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে এখনও দেখা যায়নি তাঁকে। অবসর নিয়ে গুজব এখন জোরালো।
-
মুনাফ পটেল— ২০১১ সালের বিশ্বকাপে খেলেছিলেন মুনাফ। পরবর্তী সময়ে সে ভাবে নাম করতে পারেননি ‘ভারুচ এক্সপ্রেস’ বলে পরিচিত এই বোলার। ২০১৭ সালের আইপিএল-এ তাঁকে শেষ বার খেলতে দেখা যায়।
-
শ্রীসন্থ— আশিস নেহরা আহত হয়ে যাওয়ায় তাঁকেই মাঠে নামানো হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে। কিন্তু ২০১৩ সালের আইপিএল-এ স্পট ফিক্সিং-এর জন্য তাঁকে ক্রিকেট থেকেই ব্যান করা হয়।
-
সুরেশ রায়না— ২০১১ সালের বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য না হলেও, ভারতীয় টিমের তিনি একজন নামী ব্যাটসম্যান ছিলেন। ধারাবাহিকতার অভাবে তিনি বহুদিন জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে খেলেন রায়না।
বিরাট কোহলি— মাত্র ২২ বছর বয়সেই বিশ্বকাপ হাতে ধরেছিলেন বিরাট। কিন্তু নয় বছরে পালটে গিয়েছে অনেক কিছুই। বর্তমানে তিনিই ভারতীয় দলের ক্যাপ্টেন। বিশ্ব ক্রিকেটের আইকন তিনি। নেতা হিসেবে জাতীয় দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিতে ব্যর্থ হলেও, ব্যাটসম্যান হিসেবে একের পর এক নজির গড়েছেন তিনি। বীরেন্দ্র সহবাগ— ২০১১ সালে তিনি ছিলেন সহ অধিনায়ক। ২০১৫ সালে মাঠ থেকে বিদায় নিলেও, তাঁকে এখন দেখা যায় ম্যাচ সম্পর্কে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে। যুবরাজ সিংহ— ২০১১ সালের পুরো টুর্নামেন্টেই তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কিন্তু, বিশ্বজয়ের পরেই তাঁর ক্যানসার ধরা পড়ে। যুবরাজ এখন সম্পূর্ণ সুস্থ। অবসর নিয়ে গ্লোবাল টি২০ টুর্নামেন্টে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। -
জাহির খান— ভারতীয় বোলিং-এ নতুন অধ্যায় যোগ করেছিলেন এই বোলার। কিন্তু, ২০১৫ সালেই তিনি অবসর নেন ক্রিকেট থেকে।
