New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Yusuf-Pathan_.jpg)
কেকেআরের নজরে রয়েছেন ইউসুফ পাঠান (টুইটার)
কালরার বয়স বিতর্ক প্রকাশ্যে আসার পরেই চাপে পড়েছে কেকেআর। কালরার সঙ্গেই বয়স জনিত বিষয়ে তীক্ষ্ণ নজরে রয়েছেন কেকেআরের দুইন তারকা শিবম মাভি ও নীতিশ রানা। ২০১৫ সালে বয়সের কারণে যে ২২জন ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন নীতিশ রানা। ২৬ বছরের তারকা ক্রিকেটার বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। মাভির বিষয়টি আবার দেখছে বিসিসিআই। এমন অবস্থাতেই ইউসুফ পাঠানের কেকেআরের আগমনের সম্ভবনা আরও জোরদার হল। ভাই ইরফান অবসর নিলেও খেলা চালিয়ে যাচ্ছেন ইউসুফ। এবার নিলামে দল পাননি। তবে অভিজ্ঞতা, বিগ হিটিং পাওয়ার এবং কার্যকরী বোলিংয়ের জন্য কেকেআর নীতিশ রানার জায়গায় নিতে পারে ইউসুফকে। এছাড়াও কেকেআর ম্যানেজমেন্টের নজরে রয়েছেন যে ক্রিকেটাররা- শাহরুখ খান: তামিলনাড়ুর এই উঠতি তারকা নিলামে দল পাননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রানের মধ্যে থাকা শাহরুখকে নীতিশ রানার পরিবর্ত হিসেবে নিয়ে চমকে দিতে শাহরুখের খানের দল। হনুমা বিহারী: কেকেআরে বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব নেই। তবে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করার জন্য নীতিশ রানার যোগ্য বিকল্প হতে পারেন হনুমা বিহারী। রাহুল শুক্লা: ঝাড়খণ্ডের এই তরুণ পেসার শিবম মাভির পারফেক্ট বিকল্প হতে পারেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলস এবং রাজস্থান রয়্যালসের জার্সিতে আগে খেলেছেন। তবে ধারাবাহিকতার সমস্যা রয়েছে। ফর্মে থাকলে লকি ফার্গুসন ও প্যাট কামিন্সের সঙ্গে কেকেআর মাতাতে পারেন তিনি। কুলবন্ত খেজরোলিয়া: মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি-র জার্সিতে খেললেও পর্যাপ্ত সুযোগ পাননি বাঁ-হাতি এই পেসার। তবে কেকেআর শিবম মাভির পরিবর্তে সুযোগ দিলে নিজেকে চেনাতে উদগ্রীব থাকবেন এই তারকা। অভিমন্যু মিঠুন: জাতীয় দলের হয়ে খেলা এই পেসার কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুন ঝড়িয়েছিলেন। গড়াপেটা বিতর্কে নাম জড়ানোর পরে আইপিএলে এবার দল পাননি। শিবম মাভির পরিবর্তে অভিজ্ঞ মিঠুন কেকেআরে ভাল সংযোজন হতে পারেন।