-
কেকেআর আইপিএলের অন্যতম জনপ্রিয় ও সফল দল। এর আগে দু-বার আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের হাত ধরে। এবার তৃতীয়বার কাপ জয়ের বিষয়ে কেকেআরের বাজি দীনেশ কার্তিকের নেতৃত্ব।
-
আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, ক্রিস লিনের সুনীল নারিনের মতো বিদেশিরা আগেই ছিলেন। এবার সেই তালিকায় সংযোজিত হয়েছে প্যাট কামিন্স, ইওন মর্গ্যান ও টম বান্টনের মতো তারকারা। তাই টুর্নামেন্টে ফেভারিট দল হিসেবেই খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
-
তবে গত মরশুমে ক্যাপ্টেন কার্তিকের সঙ্গে দলের একাংশের সমস্যা তৈরি হয়েছিল। রাসেল সাংবাদিকদের সামনেই দীনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন।
-
যদিও এবারেও কার্তিককে রেখেই দল সাজানো হয়েছে। কেকেআর শিবিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কার্তিকই থাকছেন।
-
ঘটনা হল, সময়ের দাবিতে যদি কেকেআরের নেতৃত্ব থেকে কার্তিককে সরিয়ে দেওয়া হয়, কেকেআর ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় কারা, দেখে নেওয়া যাক-
-
সুনীল নারিন- কেকেআর সংসারের বহুদিনের তারকা। গম্ভীরের দু-বার কাপ জয়ী দলের সদস্য তিনি। ক্যাপ্টেন গম্ভীর অনেকবারই আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব দিয়েছেন ক্যারিবিয়ান স্পিনারকে। বল হাতে ঘূর্ণিতে যেমন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়াতে পারেন, তেমনই ওপেন করতে নেমেও কেকেআরের জার্সিতে অনেক ম্যাচে রং বদলে দিয়েছেন।
কোনও কারণে কার্তিকের পরিবর্ত বাছতেই হলে, কেকেআরের জার্সিতে বহু ম্যাচ খেলা অভিজ্ঞ নারিনের নাম উঠবেই। -
আন্দ্রে রাসেল- কেকেআরের পাওয়ার হাউস। বল হাতে তো বটেই, কেকেআরের নিউক্লিয়াস ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল। গত কয়েক মরশুমে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। কেকেআরকে একাই কাপ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি।
-
রাসেলের নেতৃত্বে সেরকমভাবে অভিজ্ঞতা না থাকলেও স্রেফ জনপ্রিয়তার জন্য রাসেলকে ক্যাপ্টেন করে দেওয়া হতে পারে কাতির্কের বদলে।
-
শুবমান গিল- দ্রুত জাতীয় দলের তারকা হওয়ার পথে এগোচ্ছেন শুবমান গিল। আগামী দিনের সুপারস্টার হিসেবে অনেকেই গিলকে ধরছেন। কেকেআরের জার্সিতে গত দু-মরশুম ধরে নিয়মিত খেলছেন।
-
সেই শুবমানকে কেকেআরের নেতা করার দাবিও উঠে গিয়েছে। শাহরুখ খানকেই সম্প্রতি ভক্তদের কাছ থেকে প্রশ্ন শুনতে হয়েছিল, গিলকে কবে ক্যাপ্টেন করা হচ্ছে!
-
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শুবমান গিল। নিউজিল্যান্ডে জাতীয় এ দলের জার্সিতে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন তরুণ তারকা। তবে কেকেআরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নেতৃত্বে কোনও বদল ঘটছে না।
-
ইওন মর্গ্যান- ২০১৭ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন। তবে পরের দু-বছরে মর্গ্যান নিলামে অবিক্রীত ছিলেন। বিশ্বকাপ জয়ের পরে আর অপেক্ষা করেনি কেকেআর। পুরনো ক্রিকেটারকেই নিলামে ৫.২৫ কোটি টাকায় মর্গ্যানকে নতুন করে সই করিয়েছে নাইটরা।
-
ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পরে ইওন মর্গ্যান আপাতত ক্রিকেটের হট প্রপার্টি! সেই মর্গ্যানের কেকেআরে খেলবেন দ্বিতীয়বারের মতো। ইংলিশ তারকা ক্রিকেটারকেই কেকেআরের ট্রাম্প কার্ড ধরেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।
-
মর্গ্য়ান কেকেআর সংসারে ফিরতেই সমর্থকদের একাংশ দাবি তুলেছেন নেতৃত্বের দায়ভার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে দেওয়া হোক। তবে কোনওকারণে কার্তিককে সরাতে হলে, টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ যে ইংল্যান্ডের তারকা, তা বলার অবকাশ রাখে না।
