/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-2025-08-06-17-40-08.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-9-2025-08-06-17-40-07.jpg)
আবদুল রাজ্জাক
Abdul Razzaq Marriage: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রাজ্জাকের নাম আমরা সকলেই শুনেছি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একাধিক রেকর্ড কায়েম করেছেন। তবে ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণেও তিনি একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-4-2025-08-06-17-40-08.jpg)
মাসতুতো বোনকে বিয়ে
আবদুল রাজ্জাকের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেরই যথেষ্ট কৌতূহল রয়েছে। জানা গিয়েছে, তিনি মাসতুতো বোনের সঙ্গে নাকি 'নিকাহ' করেছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-6-2025-08-06-17-40-08.jpg)
স্ত্রী'র নাম আয়েশা
আবদুল রাজ্জাকের স্ত্রী'র নাম আয়েশা। সূত্রের খবর, ছোটবেলায় নাকি পাকিস্তানের এই তারকা ক্রিকেটারকে তিনি 'দাদা' বলে সম্বোধন করতেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-8-2025-08-06-17-40-07.jpg)
ইন্টারভিউয়ে সত্যিটা ফাঁস
সম্প্রতি একটি ইন্টারভিউয়ে আয়েশা এবং আবদুল দুজনেই এসেছিলেন। সেখানেই তাঁরা এই ব্যাপারে আলোচনা করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-2025-08-06-17-40-08.jpg)
মায়ের ইচ্ছানুসারেই আয়েশাকে বিয়ে
আয়েশার সঙ্গে বিয়ের ব্যাপারে খুল্লমখুল্লা আলোচনা করেছেন আবদুল রাজ্জাক। তিনি জানিয়েছেন, মায়ের ইচ্ছানুসারেই আয়েশাকে বিয়ে করেছিলেন। আবদুল রাজ্জাকের মা চাইতেন, বোনের সঙ্গেই যেন তাঁর বিয়ে হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-2-2025-08-06-17-40-08.jpg)
মা-মাসির সম্পর্ক
১৯৯৬ সালে পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয়েছিল আবদুল রাজ্জাকের। সেইসময়ই রাজ্জাকের মা এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেইসময় রাজ্জাকের মা এবং মাসি দুজনেই হলায়-গলায় সম্পর্ক ছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-3-2025-08-06-17-40-08.jpg)
বিয়ের ব্যাপারে খোলাখুলি আলোচনা
ওই বছরই জিম্বাবোয়ে সফরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে গিয়েছিলেন আবদুল রাজ্জাকও। সিরিজ শেষ হওয়ার পর আবদুল রাজ্জাক যখন বাড়ি ফিরেছিলেন, তখনই তাঁর মা এই ব্যাপারে খোলাখুলি আলোচনা করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-1-2025-08-06-17-40-08.jpg)
এই কারণে বিয়ে করেন রাজ্জাক
তবে মায়ের কথা প্রথমে গুরুত্ব দিতে চাননি আবদুল রাজ্জাক। ১৯৯৯ বিশ্বকাপের পর যখন বাড়ি ফিরেছিলেন তিনি, ততদিনে মা পরলোক গমন করেছিলেন। এমন সময় মায়ের কথাগুলো তাঁর খুব মনে পড়ছিল এবং আয়েশাকে বিয়ে করে নেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-wife-5-2025-08-06-17-40-08.jpg)
রয়েছে কন্য়াসন্তান
আয়েশা এবং আবদুল রাজ্জাক আপাতত ৭ বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/06/abdul-razzaq-2025-08-06-17-45-54.jpg)
রাজ্জাকের ক্রিকেট কেরিয়ার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন আবদুল রাজ্জাক। ব্যাটিং এবং বোলিং পারফরম্য়ান্সে তিনি একাধিক ম্য়াচ জিতিয়েছেন মেন ইন গ্রিনকে। জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি ৪৬ টেস্ট ম্য়াচ, ২৬৫ ওয়ানডে ম্য়াচ এবং ৩২ টি-২০ ম্যাচ খেলেছেন।