/indian-express-bangla/media/media_files/2025/09/26/mohammad-rizwan-and-abhishek-sharma-2025-09-26-17-58-07.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-2025-09-26-17-58-07.jpg)
ভারত বনাম শ্রীলঙ্কা
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপে আজ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কা সুপার ফোর পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। চলতি টুর্নামেন্টে এই প্রথমবার ভারত এবং শ্রীলঙ্কা (India vs Sri Lanka) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। যদিও টিম ইন্ডিয়া ইতিপূর্বে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। সেক্ষেত্রে এই ম্য়াচটি যে নেহাতই সম্মানরক্ষার হতে চলেছে, তা বলা যেতেই পারে।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-1-2025-09-26-17-58-07.jpg)
ইতিহাস গড়ার সুযোগ
অন্যদিকে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মার কাছে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। বর্তমানে অভিষেক দুর্দান্ত ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৪ রান করতে পারলেই টি-২০ এশিয়া কাপে নাম্বার ওয়ান ব্যাটারের তকমা অর্জন করবেন। এই তালিকায় তিনি পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ানের রেকর্ড ভাঙতে পারে। সেইসঙ্গে টেক্কা দিতে পারেন বিরাট কোহলিকেও।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-2-2025-09-26-17-58-07.jpg)
মহা রেকর্ডের পথে অভিষেক শর্মা
২০২৫ এশিয়া কাপে অভিষেক শর্মার ব্যাট এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্য়াচেই গর্জন করেছে। কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি অনন্য রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে অভিষেকের সামনে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের রেকর্ড ভেঙে টি-২০ এশিয়া কাপে নাম্বার-১ ব্যাটার হতে পারেন অভিষেক।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/mohammad-rizwan-2025-09-26-17-58-07.jpg)
মহম্মদ রিজওয়ান
টি-২০ এশিয়া কাপের এক মরশুমে সর্বাধিক রান করার রেকর্ড মহম্মদ রিজওয়ানের ঝুলিতেই রয়েছে। ২০২২ এশিয়া কাপে তিনি ৬ ম্য়াচে মোট ২৮১ রান করেছিলেন। সেই রেকর্ডই এবার ভাঙতে পারেন অভিষেক শর্মা।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/virat-kohli-2025-09-26-17-58-07.jpg)
বিরাট কোহলি
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ২০২২ সালে ৫ ম্য়াচে তিনি ২৭৬ রান করেছিলেন। এই তালিকায় অভিষেক আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি চলতি এশিয়া কাপে ৫ ম্য়াচে এখনও পর্যন্ত ২৪৮ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-3-2025-09-26-17-58-07.jpg)
দরকার মাত্র ৩৪ রান
যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক আর ৩৪ রান করতে পারে, তাহলে একসঙ্গে বিরাট কোহলি এবং মহম্মদ রিজওয়ানের রেকর্ড তিনি ভাঙতে পারবেন। দুর্বল লঙ্কাবাহিনীর বিরুদ্ধে অভিষেক আজ কেমন ব্যাটিং করেন, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us