/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-6-2025-09-27-21-40-31.jpg)
নয়া রেকর্ডের দোরগোড়ায় অভিষেক শর্মা
/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-1-2025-09-27-21-40-32.jpg)
দুর্দান্ত ব্যাটিং অভিষেকের
Asia Cup 2025 Final: ২০২৫ টি-২০ এশিয়া কাপে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করছেন। তাঁর ব্যাট থেকে কার্যত রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। শর্মা'জির ব্যাটিং দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই খুশি। আশা করা হচ্ছে, টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) তিনিই ম্যাচ উইনার হতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-2-2025-09-27-21-40-32.jpg)
এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ড
ইতিমধ্যে টি-২০ এশিয়া কাপের এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করে ফেলেছেন তিনি। এবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচে তাঁর সামনে আরও বড় একটি রেকর্ড অপেক্ষা করছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-3-2025-09-27-21-40-32.jpg)
এশিয়া কাপে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক
২০২৫ টি-২০ এশিয়া কাপের প্রথম ম্য়াচে অভিষেক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে তিনি ৩০ রান করেছিলেন। এরপর টানা তিনটে ম্যাচে তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন। লাগাতার তিনটে হাফসেঞ্চুরিও তাঁর ব্য়াট থেকে বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-4-2025-09-27-21-40-32.jpg)
৬ ম্য়াচে মোট ৩০৯ রান
সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রান, বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ রান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করেছেন। চলতি এশিয়া কাপে তিনি বিপক্ষ বোলারদের কাছে 'ত্রাস' হয়ে উঠেছেন তিনি। প্রত্যেকটা দলের বিরুদ্ধেই করছেন ধামাকাদার ব্যাটিং। এখনও পর্যন্ত ৬ ম্য়াচে তিনি মোট ৩০৯ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/rohit-and-rizwan-2025-09-27-21-40-32.jpg)
এবার টার্গেট রোহিত-রিজওয়ানের রেকর্ড
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে লাগাতার ৩০+ রান করার তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন মহম্মজ রিজওয়ান এবং রোহিত শর্মা। এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে তাঁরা দুজনেই ৭ বার করে টানা ৩০ কিংবা তার বেশি রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-5-2025-09-27-21-40-32.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে হবে লক্ষ্যপূরণ?
অভিষেকও ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টানা সপ্তমবার ৩০ কিংবা তার বেশি রান করেছেন। এবার যদি পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ফাইনাল ম্য়াচে তিনি ৩০ রান করতে পারেন, তাহলে মহম্মজ রিজওয়ান এবং রোহিত শর্মার রেকর্ড একসঙ্গে ভেঙে দেবেন তিনি। আর সেইসঙ্গে অভিষেক টানা অষ্টমবার ৩০+ রান করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/27/indian-cricket-fan-2025-09-27-21-40-32.jpg)
শতরানের আশা সমর্থকদের
ইনিংসের প্রথম বল থেকেই অভিষেক ধামাকাদার ব্যাটিং শুরু করেন। ২০২৫ এশিয়া কাপের প্রত্যেকটা ম্য়াচে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে শুরুটা বেশ বিধ্বংসী মেজাজে করেছেন। তাঁর কাছে ছক্কা হাঁকানোর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, ফাইনাল ম্য়াচে অভিষেকের ব্যাট থেকে অন্তত একটা শতরান দেখতে পাওয়া যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us