/indian-express-bangla/media/media_files/2025/02/08/4NZdUznEgQQbURpUcNv2.jpg)
Champion Adamas University: অ্যাডামস ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন দল। (ছবি- আইএফএ)
/indian-express-bangla/media/media_files/2025/02/08/nm1AkmQVN2aEJ1NGukBh.jpg)
ভারতসেরা অ্যাডামস
ভারত সেরা হল পশ্চিমবঙ্গের অ্যাডামস ইউনিভার্সিটি। সর্বভারতীয় ইউনিভার্সিটি গেমস ২০২৪-২৫ এ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডামস। উত্তরপ্রদেশের কানপুরের ছত্রপতি সাহু মহারাজ ইউনিভার্সিটি মাঠে ফাইনালে শুক্রবার অ্যাডামস ২-০ গোলে হারাল কালিকট ইউনিভার্সিটিকে। অ্যাডামস ইউনিভার্সিটির কোচ ছিলেন সুকান্ত ব্যানার্জি ও টিডি ছিলেন রঞ্জন ভট্টাচার্য।
/indian-express-bangla/media/media_files/2025/02/08/uDyqCa2JJT9L0sZyBrcO.jpg)
কাজটা মোটেই সহজ ছিল না
পরপর চার দিনে চারটে ম্যাচ খেলতে হয়েছে চ্যাম্পিয়ন দলকে। তার মধ্যে একটা আবার ১২০ মিনিটের খেলা ছিল। কোয়ার্টার ফাইনালে অ্যাডামস হারিয়েছে বাংলারই কলকাতা বিশ্ববিদ্যালয়কে। অ্যাডামাসকে সর্বভারতীয় ফুটবল লিগে খেলানো, কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে খেলানো, খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন করা বা সদ্য বিশ্ববিদ্যালয় ফুটবলে ভারত সেরা করায় টিডি রঞ্জন ভট্টাচার্যকে বিশেষ কৃতিত্ব দিচ্ছেন ফুটবল অনুরাগীরা।
/indian-express-bangla/media/media_files/2025/02/08/VupychUerRy4BgQnObVj.jpg)
আশার আলো দেখছেন ফুটবল কর্তারা
গত ৩০-৪০ বছরের মধ্যে বাংলার কোনও বিশ্ববিদ্যালয় সর্বভারতীয় ট্রফি জিতে ফিরেছে, এমন ঘটনা ঘটেনি। স্বভাবতই উল্লসিত পশ্চিমবঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএও। এই চ্যাম্পিয়ন দল থেকে পরবর্তী ক্ষেত্রে রাজ্য তথা দেশের নামী ফুটবলাররা উঠে আসবেন বলেই ফুটবল কর্তাদের বিশ্বাস।