-
বৃহস্পতিবারেই বোর্ডের তরফে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হল। সেখানে বাদ পড়েছেন ধোনি।
২০১৯ এর অক্টোবর থেকে ২০২০ সেপ্টেম্বর থেকে বিসিসিআই বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ধোনি এতদিন ছিলেন এ ক্যাটেগরিতে। যেখানে বার্ষিক তিনি বোর্ডের তরফ থেকে ৫ কোটি টাকা পেতেন। গত বছর পর্যন্ত এই চুক্তিতে ছিলেন তিনি। -
ধোনির সঙ্গেই তালিকায় নাম নেই আরও তিন তারকার- দীনেশ কার্তিক, খলিল আহমেদ এবং কিছুদিন আগে অবসর নেওয়া আম্বাতি রায়ডু।
-
আইপিএলে আসন্ন মরশুমেও কেকেআরের নেতা থাকছেন দীনেশ কার্তিক। তবে তিনি আর বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকছেন না।
-
খলিল আহমেদকে অন্যতম প্রতিশ্রুতিমান তারকা বলা হচ্ছিল। বোর্ডের চুক্তিতেও ছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে যে সুযোগ পেয়েছেন তিনি, তাতে আহামরি পারফরম্যান্স মেলে ধরতে পারেননি। ভবিষ্যতে ভাল খেলে শুধু জাতীয় দলে জায়গা পাকা করাই নয়, বোর্ডের চুক্তিতেও নতুনভাবে নাম লেখাতে চাইবেন তারকা পেসার।
-
অম্বাতি রায়ডু ভারতীয় ক্রিকেটের পাস্ট চ্যাপ্টার। এমনটাই মত। অবসর নিয়ে আবার অবসর ভেঙে ফিরে আসা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে নির্বাচক প্রধানকে কটাক্ষ- বোর্ড মোটেই ভালভাবে নেয়নি। চুক্তি থেকে বাদ দিয়ে সেই বার্তাই দিল বোর্ড।
-
বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরারা এ প্লাস ক্যাটেগরিতে। সেখান থেকে তাঁদের বেতন বার্ষিক ৭ কোটি টাকা।
-
এ প্লাস ক্যাটেগরি- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা
-
এ ক্যাটেগরি- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্থ
-
ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল
-
কেদার যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, মণীশ পাণ্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর।
-
ধাওয়ান ও রাহুল- দুজনেই রয়েছেন এ ক্যাটেগরিতে
ধোনির সঙ্গে বাদ কেকেআর ক্যাপ্টেনও! বোর্ডের ‘রোষনজরে’ আর কারা, জানুন
২০১৯ এর অক্টোবর থেকে ২০২০ সেপ্টেম্বর থেকে বিসিসিআই বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ধোনি এতদিন ছিলেন এ ক্যাটেগরিতে।
Web Title: Along with ms dhoni dinesh karthik also left out of bcci contract