/indian-express-bangla/media/media_files/2025/09/29/suryakumar-yadav-20-2025-09-29-19-58-40.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
/indian-express-bangla/media/media_files/2025/09/29/indian-cricket-team-23-2025-09-29-19-58-41.jpg)
দুরন্ত জয় ভারতের
India vs Pakistan: টিম ইন্ডিয়া এই নিয়ে ৯ বার এশিয়া কাপ খেতাব জয় করেছে। ফাইনাল ম্য়াচে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত তিলকের বিচক্ষণ ব্যাটিং টিম ইন্ডিয়াকে বৈতরণী পার করিয়ে দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ১৪৭ রানের টার্গেট ভারত ২ বল বাকি থাকতেই হাসিল করে নেয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/suryakumar-yadav-19-2025-09-29-19-58-41.jpg)
সূর্যের ৩ সিদ্ধান্ত
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। কিন্তু, তাঁর অধিনায়কত্ব যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচে সূর্যের তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই পাকিস্তানের উপর 'সার্জিক্যাল স্ট্রাইক' করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/axar-patel-2025-09-29-19-58-41.jpg)
তিন স্পিনারে ভরসা
অধিনায়ক সূর্যকুমার যাদব টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই তিনজন স্পিনারকে দলের প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেন। দুবাইয়ের উইকেটের চরিত্র তিনি যথেষ্ট ভালভাবে অনুধাবন করতে পেরেছিলেন। আর এই সিদ্ধান্ত টিম ইন্ডিয়াকে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের ত্রিফলা আক্রমণ ২০২৫ এশিয়া কাপে বিপক্ষ শিবিরে ত্রাস সঞ্চার করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/kuldeep-yadav-1-2025-09-29-19-58-41.jpg)
ভারতীয় স্পিনারদের রাজত্ব
এই টুর্নামেন্টে কুলদীপ যাদব মোট ১৭ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, বরুণ এবং অক্ষরও মিডল ওভারে রানের লাগাম টেনে ধরেছিলেন। অধিনায়ক সূর্যকুমার এই ফরম্য়াটে আর্শদীপ সিংয়ের মতো তারকা পেসারকে বেঞ্চে বসিয়ে রাখেন। যদিও তিনি একেবারেই ফিট ছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/shivam-dube-2025-09-29-19-58-40.jpg)
শিবম দুবেকে সঠিক জায়গায় ব্যবহার
শিবম দুবেকে সাধারণ ব্যাটার হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। যদিও ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শিবম দুবেকে একজন বোলার হিসেবে ব্যবহার করেছেন। ম্য়াচের পরিস্থিতি অনুসারে সূর্য শিবমের হাতে বল তুলে দিয়েছেন। শিবমও অধিনায়কের ভরসার যোগ্যতম মর্যাদা দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/shivam-dube-1-2025-09-29-19-58-40.jpg)
অধিনায়কের ভরসার দাম দিলেন শিবম
বল হাতে শিবম শুধুমাত্র বিপক্ষের রানে রাশ টানেননি, গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও শিকার করেছেন। আর ফাইনাল ম্য়াচে তো হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে পাওয়ার প্লে চলাকালীন শিবমের হাতে বল তুলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই সিদ্ধান্ত শেষপর্যন্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়
/indian-express-bangla/media/media_files/2025/09/29/tilak-varma-1-2025-09-29-19-58-40.jpg)
নিজের জেদে অনড় রইলেন সূর্য
২০২৫ এশিয়া কাপ শুরুর আগে থেকে একটা বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়। আর সেটা হল সঞ্জু স্য়ামসনের ব্যাটিং পজিশন। পাঁচ নম্বরে স্যামসনকে কেন ব্যাট করতে পাঠানো হচ্ছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। একদল সমর্থক আবার দাবি করেন, চার নম্বরে খেলানো উচিত সঞ্জুকে। অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য এক্ষেত্রে তিলক বর্মার পাশেই বরাবর দাঁড়ালেন। তিলকের ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা কাটাছেঁড়া করেননি তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/09/29/tlak-and-sanju-2025-09-29-19-58-40.jpg)
সূর্যের সিদ্ধান্ত, টিম ইন্ডিয়ার 'আশীর্বাদ'
এমনকী, ফাইনাল ম্য়াচেও তিলককে ৪ নম্বর এবং সঞ্জুকে ৫ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন সূর্যকুমার যাদব। টিম ইন্ডিয়ার জন্য এই সিদ্ধান্তটাই কার্যত আশীর্বাদ হয়ে দেখা দেয়। খেতাবি লড়াইয়ে তিলক এবং সঞ্জুর মধ্যে অর্ধ শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। এমনকী, ভারত যখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই জুটিটাই টিম ইন্ডিয়াকে ম্য়াচে ফেরায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us