/indian-express-bangla/media/media_files/2025/09/09/indian-cricketers-new-in-asia-cup-1-2025-09-09-17-25-43.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/07/indian-cricket-team-10-2025-09-07-18-28-09.jpg)
শুরু হচ্ছে এশিয়া কাপ
Asia Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। এবার টিম ইন্ডিয়া ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে খেলতে নামবে। তবে এই ১৫ জনের মধ্যে সাতজন অবশ্য এই প্রথমবার এশিয়া কাপ খেলতে নামবেন। আসুন, তাঁদের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/jitesh-sharma-2025-09-09-17-25-43.jpg)
জীতেশ শর্মা
শুভমান গিল আসার পর থেকেই জীতেশ শর্মার ভাগ্য খুলে গিয়েছে। সঞ্জু স্যামসনের তুলনায়, জীতেশকেই দলের প্রথম একাদশের যোগ্য দাবিদার বলে মনে করা হচ্ছে। দলের মিডল অর্ডারে ব্যাট করতে নামা জীতেশ এই প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছে। তবে জীতেশ এবং সঞ্জুর মধ্য়ে কে খেলবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/rinku-singh-2025-09-09-17-25-43.jpg)
রিঙ্কু সিং
খুব অল্প সময়ের মধ্যেই রিঙ্কু একজন ফিনিশার হিসেবে নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। রিঙ্কুও এই বছর এশিয়া কাপে ডেবিউ করতে পারেন। ভারতের হয়ে তিনি ৩৩ টি-২০ এবং ২ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। দুটো ফরম্যাটে তিনি যথাক্রমে ৫৪৬ এবং ৫৫ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/shivam-dube-2025-09-09-17-25-43.jpg)
শিবম দুবে
লম্বা লম্বা ছক্কা হাঁকাতে ওস্তাদ শিবম দুবেও এই প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন। পাওয়ার হিটার হিসেবে দুবের যথেষ্ট সুনাম রয়েছে। তবে শিবমকে প্রথম একাদশে রাখা হবে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/varun-chakravarthy-2025-09-09-17-25-43.jpg)
বরুণ চক্রবর্তী
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেছিলেন বরুণ চক্রবর্তী। এশিয়া কাপেও তিনি টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর হতে পারেন। যদিও এবারই তিনি প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন। বরুণ এখনও পর্যন্ত ১৮ টি-২০ এবং ৪ ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৩৩ এবং ১০ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/abhishek-sharma-2025-09-09-17-25-43.jpg)
অভিষেক শর্মা
আশা করা হচ্ছে, এবারের এশিয়া কাপে অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেন করতে পারেন। টি-২০ ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাটিং ধামাকার পরিচয় দিয়েছেন। তবে এই প্রথমবার তিনি এশিয়া কাপ টুর্নামেন্টে খেলতে নামবেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/sanju-samson-2025-09-09-17-25-43.jpg)
সঞ্জু স্যামসন
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সঞ্জু স্যামসনের ঠাঁই হবে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যদি তাঁকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে এটা তাঁর প্রথম এশিয়া কাপ টুর্নামেন্ট হতে চলেছে। প্রসঙ্গত, গত ১০ ইনিংসে সঞ্জু তিনটে শতরান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/09/harshit-rana-2025-09-09-17-25-43.jpg)
হর্ষিত রানা
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের পছন্দের খেলোয়াড় হর্ষিত রানা। এশিয়া কাপের আগে তিনি এখনও পর্যন্ত একটাই টি-২০ ম্যাচ খেলেছেন। যদি বুমরাহকে দুর্বল দলগুলোর বিরুদ্ধে না খেলানো হয়, তাহলে হর্ষিতকে সুযোগ দেওয়া হতে পারে। এই প্রথমবার এশিয়া কাপ টুর্নামেন্টে খেলতে নামছেন হর্ষিত রানা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us