/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-5-2025-09-13-17-54-26.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-2025-09-13-17-54-26.jpg)
ড্র করল ভারত
Hockey Asia Cup 2025: শনিবার (১৩ সেপ্টেম্বর) মহিলাদের হকি এশিয়া কাপে সুপার ফোর পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। চিনের হাংঝু প্রদেশে আয়োজিত এই ম্য়াচে অংশগ্রহণ করেছিল ভারত (Indian Hockey Team) এবং জাপান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুটো দলই ১-১ গোলে ড্র করে।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-3-2025-09-13-17-54-26.jpg)
কোন অঙ্কে ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?
এখন প্রশ্ন হল, এই হতাশার ড্রয়ের পর ভারত কি আর মহিলাদের হকি এশিয়া কাপ ফাইনালে উঠতে পারবে? সেই সম্ভাবনা খুবই কম। যদি কোরিয়াকে চিন হারাতে পারে কিংবা তিন গোলের কম ব্যবধানে পরাস্ত হয়, একমাত্র তাহলেই ভারতের সামনে ফাইনাল খেলার সুযোগ থাকবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-1-2025-09-13-17-54-26.jpg)
প্রথম গোলটা করেছিল ভারতই
জাপানের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম গোলটা ভারতের পক্ষ থেকেই এসেছিল। খেলার সপ্তম মিনিটে বিউটি ডুং ডুং প্রথম গোলটি করেন। এরপর বাকি ম্য়াচে আর কোনও গোল হয়নি। অবশেষে ৫৮ মিনিটে জাপানের হয়ে সমতা ফেরালেন শিহো কোবায়াকায়া।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-2-2025-09-13-17-54-26.jpg)
ব্যবধান বাড়ান বিউটি
এই ম্যাচে ভারতের মহিলা হকি দল বেশ নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। শুরুটা তারা বেশ ভালই করেছিল। বিশেষ করে প্রথমদিকে তো ভারতীয় খেলোয়াড়রা বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ইশিকা চৌধুরির একটি শট গোলপোস্টে গিয়ে লাগে। এরপর জাপান প্রতি আক্রমণের পথে হাঁটলেও লাভ কিছুই হয়নি। অবশেষে ম্যাচের ৭ মিনিটের মধ্যে বিউটি প্রথম গোলটি করেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/india-vs-japan-hockey-4-2025-09-13-17-54-26.jpg)
শেষমুহূর্তে সমতা ফেরায় জাপান
এরপর দুটো কোয়ার্টারে ভারত এই ব্যবধান ধরে রাখতে পেরেছিল। শেষ ১৫ মিনিটে জাপান কার্যত মরণ কামড় দেয়। সমতা ফেরানোর জন্য তারা একের পর এক আক্রমণ শানাতে থাকে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার ডিফেন্সকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। অন্তিম কোয়ার্টারের মাঝামাঝি সময় টিম ইন্ডিয়া একটা পেনাল্টি কর্নার পেলেও সেটা কাজে লাগাতে পারেনি। অবশেষে একেবারে অন্তিম লগ্নে (৫৮ মিনিট) শিহো কোবায়াকায়ার গোলে সমতা ফেরায় জাপান।
/indian-express-bangla/media/media_files/2025/09/13/navneet-2025-09-13-17-54-26.jpg)
নবনীত কৌর
শনিবার ভারতের অভিজ্ঞ ফরোয়ার্ড নবনীত কৌর দেশের হয়ে ২০০ ম্য়াচের মাইলফলক স্পর্শ করলেন। চলতি হকি এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সর্বাধিক স্কোরার হলেন নবনীত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us