/indian-express-bangla/media/media_files/2025/08/09/saurasish-lahiri-1-2025-08-09-16-32-58.jpg)
এশিয়া কাপে এই ৫ আইপিএল ব্যাটার সুযোগ পেতে পারেন, মনে করেন সৌরাশিস
/indian-express-bangla/media/media_files/2025/08/09/indian-cricket-team-10-2025-08-09-16-34-12.jpg)
শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ
Indian Cricket Team: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। চলবে ২৮ তারিখ পর্যন্ত। এবারের এই টুর্নামেন্ট টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে। ফলে আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট থেকে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেতে পারেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/saurasish-lahiri-2025-08-09-16-34-12.jpg)
সৌরাশিস লাহিড়ী
এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ সৌরাশিস লাহিড়ীকে। তাঁর মতে, এবারের আইপিএল টুর্নামেন্ট থেকে এই ৫ ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে আসন্ন এশিয়া কাপে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/yashasvi-jaiswal-1-2025-08-09-16-34-12.jpg)
যশস্বী জয়সওয়াল
এই তালিকায় সৌরাশিস প্রথমেই বললেন যশস্বী জয়সওয়ালের কথা। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে যশস্বী যথেষ্ট নজরকাড়া ব্যাটিং করেছেন। এই টুর্নামেন্টের ১৪ ম্য়াচে তাঁর ব্যাট থেকে মোট ৫৫৯ রান বেরিয়ে এসেছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যশস্বী মোট ৬ হাফসেঞ্চুরি করেছেন। সর্বাধিক রান ৭৫। ফলে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে রাজস্থান রয়্যালস দলের এই ক্রিকেটারকে দেখা যেতেই পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/abhishek-sharma-2025-08-09-16-34-12.jpg)
অভিষেক শর্মা
টিম ইন্ডিয়ার অপর ওপেনার হিসেবে সৌরাশিস বেছে নিলেন অভিষেক শর্মাকে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক এবারের আইপিএল মরশুমে যথেষ্ট ভাল ব্যাটিং করেছেন। ১৪ ম্য়াচে তিনি মোট ৪৩৯ রান করেছেন। সবচেয়ে বড় কথা তাঁর স্ট্রাইক রেট হল ১৯৩.৩৯। এই মরশুমে অভিষেক জোড়া হাফসেঞ্চুরি করলেও একটা ঝকঝকে শতরান হাঁকিয়েছেন। সর্বাধিক ১৪১ রানের ইনিংস খেলেছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/sai-sudarshan-2025-08-09-16-34-12.jpg)
সাই সুদর্শন
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সৌরাশিস নির্দ্বিধায় রেখেছেন সাই সুদর্শনকে। গত বছর মেগা অকশনে সাই সুদর্শনকে রিটেন করেছিল গুজরাট টাইটান্স। সেই ভরসার দাম ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি রাখতে পেরেছেন। ১৫ ম্য়াচে করেছেন ৭৫৯ রান। এমনকী, এই টুর্নামেন্টে তামিলনাড়ুক তরুণ ব্যাটার কমলা টুপি অর্জন করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জুলাই ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে তিনি ডেবিউ করেছিলেন। কিন্তু, তারপর থেকে তিনি আর টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/surya-kumar-yadav-2025-08-09-16-34-12.jpg)
সূর্যকুমার যাদব
এটা খুবই স্পষ্ট যে সূর্যকুমার যাদব এই দলে খেলবেন। কারণ তিনি দলের অধিনায়ক। যদিও আসন্ন এশিয়া কাপে সূর্য খেলবেন কি না, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কয়েকমাস আগে জার্মানির মিউনিখে তাঁর স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়েছিল। তবে আপাতত সুস্থ আছেন তিনি। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মোট ১৬ ম্য়াচ খেলেছিলেন সূর্য। করেছিলেন ৭১৭ রান। পাঁচটা হাফসেঞ্চুরি হাঁকিয়ে তিনি বিপক্ষ শিবিরে ত্রাসের সঞ্চার করেছিলেন। তাঁর ব্যাট থেকে সর্বাধিক ৭৩ রান বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/hardik-pandya-2025-08-09-16-34-12.jpg)
হার্দিক পান্ডিয়া
এছাড়া ব্যাটারদের তালিকায় শেষ যে নামটা সৌরাশিস বললেন, তিনি আর কেউ নন, মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ায় তারকা অলরাউন্ডার হিসেবে হার্দিক নিজের দায়িত্ব পালন করতে পারবেন। চলতি বছর আইপিএল টুর্নামেন্টে তিনি ১৫ ম্য়াচে ২২৪ রান করেন। স্ট্রাইক রেট ১৬৩.৫০। পাশাপাশি বল হাতে ৯.৭৭ ইকোনমি রেটে শিকার করেছেন ১৪ উইকেট। এবারের আইপিএল মরশুমে তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স হল ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার। ফলে অলরাউন্ডার হিসেবে হার্দিকের জুড়ি মেলা যে ভার, তা স্বীকার করতেই হবে।